বাংলাদেশিকে ‘মেরে লাশ নিয়ে গেল’ বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রাজাপুর সীমান্তে বাংলাদেশিকে ‘গুলি করে মেরে লাশ নিয়ে গেছে’ ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
নিহত নাজিম উদ্দীন (৩৫) উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামের আবুল কালামের ছেলে।
নাজিমের ভাই রতন আলী ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৩টার দিকে নাজিমসহ বেশ কয়েকজন গরু ব্যবসায়ী সীমান্তে গরু আনতে যান। তারা বাংলাদেশের রাজাপুর সীমান্তের ৭৪ নম্বর মেইন পিলারের কাছাকাছি পৌঁছালে ভারতের গেদে আমতলা বিএসএফ ফাঁড়ির সদস্যরা তাদের ধাওয়া করেন।
বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাজিম গুলিতে নিহত হন। পরে তার লাশ টেনে হিঁচড়ে নিয়ে গেলে আমতলা বিএসএফ ফাঁড়ির অদূরে ১ নম্বর গেটের কাছে ফেলে রাখা হয়।
উপজেলার সিংনগর গ্রামের বাসিন্দা আনু হালদার জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা বিএসএফ ফাঁড়ির অদূরে একটি লাশ পড়ে থাকতে দেখেছেন।
এ বিষয়ে ঝিনাইদহের খালিশপুর ৫৮ বিজিবির পরিচালক কামরুল হাসান জানান, স্থানীয় গ্রামবাসীর মাধ্যমে তারা এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর শুনেছেন।
“প্রকৃত ঘটনা জানতে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।”
তবে বিকাল ৩টা পর্যন্ত বিএসএফের কাছ থেকে চিঠির জবাব পাওয়া যায়নি।