বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স বন্ধ হচ্ছে না
বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ তাদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে স্টার সিনেপ্লেক্সকে মলে চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রাখার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানী ঢাকার দর্শকদের জন্য যা এক বড় সুসংবাদ নিঃসন্দেহে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহবুব রহমান জানান, 'বসুন্ধরা কর্তৃপক্ষ আমাকে ফোন করে তাদের সিদ্ধান্তের কথা জানান। এবং মলে সিনেমা প্রদর্শনী অব্যাহত রাখতে বলেন।'
বসুন্ধরা কর্তৃপক্ষ জানিয়েছে যে, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই বিষয়ে আগ্রহ দেখানোর কারণে চুক্তির মেয়াদ বাড়ানো সম্ভব হয়েছে।
অন্যান্য সূত্র জানায়, বর্ধিত মেয়াদের আনুষ্ঠানিক চুক্তিটি আগামীকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত হবে।
ইতোপূর্বে, গত পহেলা সেপ্টেম্বর বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ স্টার সিনেপ্লেক্সের সঙ্গে তাদের চুক্তির মেয়াদ নবায়ন করতে অনীহা পোষণ করেছিল। এসময় সিনেপ্লেক্সকে পহেলা অক্টোবরের মধ্যে ফ্লোর খালি করার নোটিশ দেওয়া হয়।
আকস্মিক এ ঘটনায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে সিনেপ্লেক্সের নিয়মিত হাজার হাজার দর্শক বসুন্ধরা সিটি কর্তৃপক্ষের কাছে তাদের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করার জন্য অনুরোধ করেছিলেন।