লুঙ্গি পরে আসায় বৃদ্ধ ক্রেতাকে টিকিট না দেওয়ার অভিযোগ, ক্ষমা চাইলো স্টার সিনেপ্লেক্স
লুঙ্গি পরে সিনেমা হলে আসায় এক বৃদ্ধ ব্যক্তির কাছে টিকিট বিক্রি করতে না চাওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। অনলাইনে ওই বৃদ্ধের টিকিট না পাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। পোশাকের কারণে হলে ঢুকতে না দেওয়ায় হল কর্তৃপক্ষের ব্যাপক সমালোচনা করেন তারা।
ভিডিওতে দেখা গেছে, লুঙ্গি-শার্ট পরা জনৈক বৃদ্ধ স্টার সিনেপ্লেক্সের সনি স্কয়ার শাখায় 'পরান' দেখতে গিয়েছিলেন। কিন্তু টিকিট না পেয়ে তিনি হতাশা প্রকাশ করে বলতে থাকেন-"লুঙ্গি পরে এসেছি বলে আমার কাছে টিকিট বিক্রি করেনি।"
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে তা 'পরাণ' সিনেমার পরিচালক রায়হান রাফিরও নজরে আসে। তিনি এই পোস্ট শেয়ার করে বৃদ্ধের পরিচয়-ঠিকানা জানতে চান এবং তাকে নিয়ে একসাথে সিনেমা দেখার আগ্রহ প্রকাশ করেন।
এদিকে নেটিজেনদের সমালোচনার মুখে পড়ে দেশের সবচেয়ে বড় সিনেমা চেইন, স্টার সিনেপ্লেক্স তাদের ফেসবুক পেজে পোস্ট দিয়ে ওই ক্রেতার কাছে ক্ষমা চায়।
তারা পোস্টে লেখে, "আমরা একটি বিষয় পরিষ্কার জানয়ে দিতে চাই যে স্টার সিনেপ্লেক্স কোনো ক্রেতার ব্যক্তিগত কোনোকিছুর উপর ভিত্তি করে তার সাথে বৈষম্যমূলক আচরণ করে না, আর ক্রেতার পোশাকের উপর ভিত্তি করে তো নয়ই। আমাদের প্রতিষ্ঠানে এ ধরনের কোনো নিয়ম নেই যে লুঙ্গি পরে আসায় কোনো ক্রেতার কাছে টিকিট বিক্রি করা যাবে না।আমাদের সিনেমা হলগুলোতে যারাই প্রিয় সিনেমাটি দেখতে আসতে চান, তাদের সবাইকে আমরা সাদর সম্ভাষণ জানাই।"
হল কর্তৃপক্ষের ভাষ্যে, দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই ঘটনাটি ঘটেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার জন্য ধন্যবাদ জানায় তারা ।
হল কর্তৃপক্ষ আরও বলে, "আমিরা খুবই মর্মাহত যে এরকম একটি ঘটনা আমাদের হলে ঘটে গেছে। বিষয়টি সবার সামনে নিয়ে আসার জন্য আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের ধন্যবাদ জানাই। আমরা আমাদের ক্রেতাদের সবচেয়ে সেরা সেবা দিতে চাই। আমরা ওই বৃদ্ধ ব্যক্তিকে তার পরিবার-পরিজনসহ সনি স্কয়ার শাখায় 'পরাণ' দেখার আমন্ত্রণ জানাই। তবে আমরা এ বিষয়ে আরও তদন্ত করছি যাতে ভবিষ্যতে আর এ ধরনের ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয়। ধন্যবাদ।"