ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে কোভিড-১৯ রোগী ভর্তি শুরু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করানো শুরু হয়েছে।
শনিবার দুপুর ১২টা থেকে হাসপাতালে রোগী ভর্তির প্রক্রিয়া শুরু হয়। প্রথম ধাপে হাসপাতালে ৩০০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি করানো হবে। দ্বিতীয় দফায় আরও ৬০০ রোগী ভর্তি করাতে প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, "এ পর্যন্ত আমরা ১৫-২৯ জন রোগী ভর্তি করেছি।"
হাসপাতালের একজন ডাক্তার জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত এবং করোনা সন্দেহভাজন দুই শ্রেণির রোগীকেই ভর্তি করানো হবে। করোনা সন্দেহে থাকা রোগীদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে।