চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে তিনজনের মৃত্যু
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় লোকালয়ে আসা বন্য হাতির আক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার চাঁদের হাট এলাকার আবদুল মোনাফের ছেলে কদুরখীল সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাকির হোসেন (৬৪), মধ্যম কদুরখীল এলাকার আবদুল লতিফের ছেলে মো. তাহের (৬৫) ও খরণদ্বীপ এলাকার আলী আহমদের ছেলে আবদুল মাবুদ (৬০)।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, রোববার (২৪ নভেম্বর) ভোর ৬টা থেকে সকাল ৯টার মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে হাতির আক্রমণে শিকার তিনজনের মৃত্যু হয়। ইতোমধ্যে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আছিয়া খাতুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, শনিবার (২৩ নভেম্বর) একদল হাতি লোকালয়ে ঢুকে পড়ে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। হাতিগুলোকে পুনরায় ফেরত পাঠাতে ঢাকার একটি বিশেষজ্ঞ দল এসে কাজ করছে।
রোববার আরও একটি দল আসার কথা রয়েছে বলে জানান বোয়ালখালী উপজেলা বন বিভাগের জুনিয়র অফিসার মো. ফোরকান।
তিনি আরও বলেন, লোকালয়ে আসার পর লোকজন ওই হাতিগুলোকে ঘিরে ধরেছে। হাজার হাজার মানুষ হাতি দেখতে দূর দূরান্ত থেকে চলে আসছেন। শনিবার পর্যন্ত এসব হাতি শান্ত থাকলেও রোববার সকাল থেকে আক্রমণ শুরু করেছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, হাতির আক্রমণে আহত একজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।