ঘূর্ণিঝড় জাওয়াদ: উপকূল জুড়ে গুঁড়িগুঁড়ি বৃষ্টি
'জাওয়াদ' ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগেরহাটের উপকূল জুড়ে শনিবার ভোর থেকে শুরু হওয়া গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে। গত দুদিনে সূর্যের আলো দেখা যায়নি। কখনও আকাশ মেঘলা, আবার কখনও গুমোট থাকায় উপকূলের মানুষের মাঝে কিছুটা হলেও ঝড়ের আতংক বিরাজ করছে।
শীত ও বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
এদিকে বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন, শনিবার বিকেলে এক জরুরী সভা করে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ঘূর্ণিঝড় জাওয়াদ সম্পর্কে সর্তক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আজিজুর রহমান আরও জানান, আজ (৫ ডিসেম্বর) রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে। সেই সঙ্গে বাড়বে শীতের তীব্রতাও।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ভ্যানচালক মো. শাহজামাল বলেন, "গত দুদিন ধরে বৃষ্টি ও শীতের কারণে ভ্যান চালাতে পারিনি। কোন আয় না থাকায় অনেক কষ্টের মধ্যে আছি। কখন কী হয়ে যায়, সেই আতংকে আছি।"
রওশন আরা বেগম নামের এক নারী বলেন, "এমনিতেই আমরা নদীর কাছাকাছি বসবাস করি। বন্যা আসতে পারে শুনে আমরা আতংকিত। আকাশে মেঘ, তারপর বৃষ্টি। এই ঝড়-বন্যার হাত থেকে আল্লাহ যেন আমাদের রেহাই দেন।"
এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানায়, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় 'জাওয়াদ'-এর প্রভাবে রোববার সারাদিন দেশের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিসের বুলেটিনে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া দেখা যেতে পারে বলে উল্লেখ করা হয়।
সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।