কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা কেড়ে নিল আপিল বিভাগ
ধর্ষণের মামলায় বিতর্কিত রায় দিয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ থেকে অব্যাহতি পাওয়া বিচারক মোছা. কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মুহাম্মদ সাইফুর রহমান আজ এক গণমাধ্যম বিবৃতিতে এই তথ্য জানান।
এর আগে আজ সোমবার সকালে বিচারক কামরুন্নাহার আপিল বিভাগে হাজির হয়ে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
গণমাধ্যম বিবৃতিতে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সঙ্গে যুক্ত ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সাবেক বিচারক বেগম মোছা. কামরুন্নাহার আজ সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে সশরীরে উপস্থিত হন।
বিবৃতিতে আরও বলা হয়, 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অদ্য আপিল বিভাগের কার্যতালিকার ১ নং ক্রমিকের মামলায় শুনানি শেষে তার ফৌজদারি বিচারিক ক্ষমতা 'সিজ করা হয়েছে' মর্মে আদেশ প্রদান করেন। পূর্ণাঙ্গ রায় পরবর্তীতে প্রকাশ করা হবে।'
এর আগে প্রধান বিচারপতি কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহারের ঘোষণা দেন। তাকে আদালতে না বসার নির্দেশ দেওয়া হয়। আদালত থেকে প্রত্যাহার করে তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে পাঠানো হয়।
সে সময় জানা যায়, স্থগিতাদেশ থাকা সত্ত্বেও অপর এক ধর্ষণ মামলার আসামিকে জামিন দেওয়ার বিষয়ে গতবছর আপিল বিভাগ তাকে তলব করে।
গত ১৫ নভেম্বর কামরুন্নাহারের বিষয়টি আবারও আপিল বিভাগে উঠলে সোমবার সকালে তিনি আদালতে হাজির হন। বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার কথা জানান সুপ্রিম কোর্টের মুখপাত্র।