এবার করোনায় চমেক হাসপাতালের চিকিৎসকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার (ইএমও) মুহিদুল হাসান মারা গেছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চমেক হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মারা যান তিনি।
ডা. মুহিদ চট্টগ্রামে করোনায় মারা যাওয়া দ্বিতীয় চিকিৎসক। এর আগে মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের এহসানুল করিম নামে একজন চিকিৎসক বুধবার মারা গেছেন।
চমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম বলেন, জরুরি বিভাগের চিকিৎসক ডা. মুহিদুল হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। ঈদের পর তার করোনা শনাক্ত হয়।
এদিকে জরুরি বিভাগের তরুণ এই চিকিৎসকের মৃত্যুর পর চমেক হাসপাতালের চিকিৎসকদের মধ্যে আতঙ্ক আরও বেড়ে গেছে।
হাসপাতাল নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জামান আহমেদ বলেন, জরুরি বিভাগ হচ্ছে ঝুঁকিপূর্ণ স্থান। হাসপাতালে আসা রোগী প্রথমে জরুরি বিভাগে চিকিৎসা নেন। আনুমানিক ৩৫ বছর বয়সী এই চিকিৎসক করোনাকালে জরুরি বিভাগের মতো জায়গায় ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়েছেন। সুরক্ষা নিয়েও তিনি করোনা থেকে বাঁচতে পারেননি। তার মৃত্যুতে অন্যান্য চিকিৎসকদের মধ্যে আতঙ্ক বেড়েছে।
এ পর্যন্ত চট্টগ্রামে ৭৫ জনের অধিক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুই জন। বন্দরনগরীতে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।