বৃষ্টিতে খেলা বন্ধ, বড় লিডের পথে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের বোলাররা সেভাবে বাধার দেয়াল না তুলতে পারলেও ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে বাগড়া পড়লো। বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে অনেকটা সময় ধরে। বৃষ্টির আগে ৭ উইকেটে ক্যারিবীয়দের সংগ্রহ ৩৭৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৪ ছাড়িয়ে লিড ইতোমধ্যে অনেক বাড়িয়ে নিয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসেই ক্যারিবীয়রা ১৪২ রানের লিড পেয়ে গেছে।
সেন্ট লুসিয়া টেস্টে দারুণ শুরুর পরও হঠাৎ-ই দিক হারিয়ে বসা দলকে বিপদে পড়তে দেননি কাইল মেয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি এই ব্যাটসম্যান দুটি জুটি গড়ে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। এখনও অপরাজিত আছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করা মেয়ার্স ১৪০ রানে অপরাজিত আছেন। তাকে সঙ্গ দেওয়া ক্যারিবীয় পেসার কেমার রোচ ৭ রানে অপরাজিত।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার পর এখন মধ্যাহ্ন বিরতিতে আছে দুই দল। তবে বৃষ্টি এখনও থামেনি। বৃষ্টির কারণে এদিন বেশি সময় খেলা অনুষ্ঠিত হয়নি। ১০ ওভার খেলার হওয়ার পর বৃষ্টি হানা দেয়। প্রথম ইনিংসে স্বাগতিকরা সব মিলিয়ে এখন পর্যন্ত ১১৬ ওভার ব্যাটিং করেছেন।
১০৬ ওভারে ৫ উইকেটে ৩৪০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মেয়ার্স ও জশুয়া ডা সিলভা। এদিন বেশি পথ পাড়ি দিতে পারেনি এই জুটি। এদিন ৩ রান যোগ করতেই মেহেদী হাসান মিরাজের শিকারে পরিণত হন ডা সিলভা।
এরপর আলজারি জোসেফও বেশি সময় টিকতে পারেননি। ক্যারিবীয় এই পেসারকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করার খালেদ আহমেদ। ৬ রান করে ফিরে যান যান তিনি। বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত ৩টি করে উইকেট নিয়েছেন খালেদ ও মিরাজ। বাকি উইকেটটি নিয়েছেন শরিফুল ইসলাম।