এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ ভুলে গেছে: ফ্লোরেন্তিনো পেরেজ
নিজেদের ১৪তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের পর এই মুহূর্তে আকাশেই উড়ছে রিয়াল মাদ্রিদ। শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট নিজেদের মাথায় তুলে নেয় স্প্যানিশ ক্লাবটি। এরই মধ্যে রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের দাবি, ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আর ভাবছেই না স্প্যানিশ জায়ান্টরা!
প্যারিস সেইন্ট-জার্মেই থেকে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জন বেশ জোরেশোরেই শোনা গিয়েছিল। কিন্তু নাটকীয়ভাবে শেষ মুহূর্তে রিয়াল ভক্তদের হতাশ করে গত সপ্তাহে প্যারিস সেইন্ট-জার্মেইয়ের সাথে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন এমবাপ্পে।
কিন্তু চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে ক্লাব প্রেসিডেন্ট পেরেজের সোজাসাপ্টা উত্তর- "রিয়াল মাদ্রিদ সবসময়ই সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ করে যাবে। কিন্তু এখন এমবাপ্পেকে সবাই ভুলেই গেছে। কিছুই হয়নি, রিয়াল মাদ্রিদ একটা দুর্দান্ত মৌসুম পার করেছে। তাই এমবাপ্পের ইস্যু এখন বিস্মৃত। এখন শুধু পার্টি হবে আমাদের!"
এদিকে এমবাপ্পের ফ্রান্সে থেকে যাওয়ার সিদ্ধান্ত ঝড় তুলেছে দুই পক্ষের মধ্যে। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানিয়েছেন, তিনি উয়েফার কাছে পিএসজির নামে অভিযোগ দায়ের করবেন কারণ এমবাপ্পের এই চুক্তি ইউরোপিয়ান খেলার 'অর্থনৈতিক স্থিতিশীলতার' উপর হামলাস্বরূপ।
পাল্টা জবাবে লিগ ওয়ানের প্রেসিডেন্ট ভিনসেন্ট লাব্রুন বৃহস্পতিবার তেবাসকে উদ্দেশ্য করে বলেন, ফ্রেঞ্চ লিগ ও এর খেলোয়াড়দের প্রতি তেবাসের অপমানজনক মন্তব্য 'অগ্রহণযোগ্য'।
সূত্র: রয়টার্স