শক্তিশালী তাইপের কাছে বড় হার সাবিনাদের
দুই দলের শক্তির পার্থক্য ছিল আকাশ-পাতাল। চাইনিজ তাইপের চেয়ে র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ পিছিয়ে বাংলাদেশ। তাইপে যেখানে ৪০ নাম্বারে, সেখানে বাংলাদেশের অবস্থান ১৪০।
র্যাঙ্কিংয়ের মতোই পার্থক্যটা ফুটে উঠল মাঠের খেলাতেও। চাইনিজ তাইপের মেয়েদের কাছে পাত্তাই পেলেন না সাবিনা খাতুনরা।
প্রথমার্ধেই বড় ব্যবধানে হার নিশ্চিত হয় বাংলাদেশের৷ ৩-০ গোলে পিছিয়ে থাকার পর শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে পিটার বাটলারের দল। এই চাইনিজ তাইপের সঙ্গেই আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, ম্যাচটি হবে ৩ জুন।
কিংস এরেনায় আজ রক্ষণভাগের ভুলে মূলত বড় হার মানতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ১২ মিনিটে সু ইউ সুনের গোলে এগিয়ে যায় তাইপে। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সু
সিন ইউন।
২৬ মিনিটে সু ই ইউনের ফ্রি-কিক হাস্যকরভাবে ঢুকে যায় বাংলাদেশের জালে। ৩-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় দুই দল। ম্যাচের ৫৬ মিনিটে তাইপের হয়ে চতুর্থ গোলটি করেন সু ইউ সুন। তার ব্যক্তিগত দ্বিতীয় গোলে বাংলাদেশের বড় হার নিশ্চিত হয়।