ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনোযোগ দিতে ওয়ানডে ছাড়ার ইঙ্গিত স্টার্কের
সদ্যই শেষ হওয়া আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। ১০ বছর পর শিরোপা জেতা দলটির এটি ছিল তৃতীয় আইপিএল শিরোপা। নক-আউট পর্বে দুটি ম্যাচ খেলেছে কলকাতা। কোয়ালিফায়ার এক ও ফাইনাল, দুই ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদকে হেসে খেলে হারিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।
আর এই দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন মিচেল স্টার্ক। ২৪ কোটি রূপির বিনিময়ে অস্ট্রেলিয়ান এই তারকা বোলারকে কিনেছিল কলকাতা। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে খুব বেশি জ্বলে উঠতে না পারলেও নক-আউট পর্বে স্টার্ক দেখিয়েছেন তার জাদু।
ক্যারিয়ারে জাতীয় দলকে প্রাধান্য দিতে গিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে দূরে ছিলেন স্টার্ক। আইপিএলে নিজের সেরা সময়টাতেই থাকেননি তিনি। এতে অবশ্য দুটি বিশ্বকাপ আর টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার স্বাদ পেয়েছেন স্টার্ক। এশেজও জিতেছেন একাধিকবার।
আইপিএল ফাইনালের পর নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যত নিয়ে কথা বলেছেন স্টার্ক। ৩৪ বছর বয়সী বাঁহাতি পেসার ইঙ্গিত দিয়েছেন, ৫০ ওভারের সংস্করণ সামনে আর নাও খেলতে পারেন তিনি, 'আমি নিশ্চিতভাবেই আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে গেছি। একটা সংস্করণ হয়তো বাদ দেব। পরবর্তী বিশ্বকাপ অনেক দূরে এবং এই সংস্করণটা আমি আর চালিয়ে যাবো কিনা সেটি ভাবরে হবে। এটা হয়তো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দরজা আরও খুলে দেবে।'
এবারের আগে স্টার্ক আইপিএলে খেলেছেন মাত্র দুই মৌসুম—২০১৪ ও ২০১৫। এবার ফিরেই নিলামে আইপিএলের রেকর্ড গড়েছেন। টুর্নামেন্টটা খেলে বেশ আনন্দই পেয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার 'আমি মৌসুমটা খুব উপভোগ করেছি। এটা দারুণ ছিল! এটার আরেকটা লাভ হলো, টুর্নামেন্টটি হয়েছে বিশ্বকাপের আগে। বিশ্বকাপের আগে অসাধারণ সব খেলোয়াড়ের মুখোমুখি হতে পেরেছি। বিশ্বকাপের আগে এটা দারুণ এক ব্যাপার!'