এমবাপ্পে রিয়ালে যাচ্ছেন, দাবি লা লিগা সভাপতির
চলতি মৌসুম শেষে পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি এই সিদ্ধান্তের কথা জানান। এরপর গুঞ্জন শুরু হয় ফরাসি এই তারকার পরবর্তী গন্তব্য নিয়ে।
বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমের খবর অনুযায়ী, এমবাপ্পে নিশ্চিতভাবেই রিয়াল মাদ্রিদে যাচ্ছেন। তবে বিশ্বকাপ জয়ী ফরাসি উইঙ্গার নিজে মুখে কুলুপ এঁটে বসে আছেন। এরপরও রিয়াল মাদ্রিদ সমর্থকরা আশাবাদী হতে পারেন আরেকটি ভিন্ন কারণে।
লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস একজন রিয়াল মাদ্রিদ সমর্থক। এমবাপ্পের লস ব্লাঙ্কোসদের হয়ে খেলা নিয়ে আশার পালে হাওয়া দিয়েছেন তিনি। তেবাস দাবি করেছেন, এমবাপ্পের রিয়ালেই আসছেন সামনের মৌসুমে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম 'ওলে'কে তেবাস বলেছেন, 'আগামী মৌসুমে এমবাপ্পে মাদ্রিদের। তারা পাঁচ বছরের চুক্তি করলে সে পাঁচ মৌসুম সুযোগ পাবে চ্যাম্পিয়নস লিগ জয়ের।' গত ১৯ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, রিয়ালের সঙ্গে আরও দুই সপ্তাহ আগে চুক্তি সম্পন্ন করেছেন এমবাপ্পে।
১ জুলাই থেকে তিনি আনুষ্ঠানিকভাবে রিয়ালের খেলোয়াড় হতে যাচ্ছেন। শুধু তাই নয়, রিয়ালে এমবাপ্পের বেতন কেমন হতে পারে, সেটাও জানিয়েছিল মার্কা। সংবাদমাধ্যমটি তখন জানিয়েছিল, রিয়ালে এমবাপ্পের বেতন হবে বার্ষিক এক কোটি ৫০ লাখ ইউরো থেকে দুই কোটি ইউরোর মধ্যে, সঙ্গে যুক্ত হবে বোনাসও।