বক্তব্যের সত্যতা পেলে হাথুরুসিংহেকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে চরম সমালোচনা করেছেন চান্দিকা হাথুরুসিংহে। 'মানহীন' বলে বিপিএল দেখার সময় কখনও কখনও টিভি বন্ধ করে দেন বলে মন্তব্য করেন জাতীয় দলের প্রধান কোচ। বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেটের উন্নতিতে বিপিএল কোনো কাজেই আসছে না বলে মনে করেন তিনি। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী পাপন জানান, এমন বক্তব্যের সত্যতা পেলে জিজ্ঞাসাবাদ করা হবে জিজ্ঞাসাবাদ করা হবে হাথুরসিংহেকে। পাঠানো হবে কারণ দর্শানোর নোটিশও।
সোমবার টেনিস ফেডারেশনের এক অনুষ্ঠানে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এটা জানান বিসিবি সভাপতি। হাথুরুসিংহে সাক্ষাৎকারে বিপিএলের সমালোচনা করে কী বলেছেন, সেটা দেখেননি পাপন। বিষয়টি সম্পর্কে জানতে প্রতিবেদনটি পড়বেন, এরপর এ নিয়ে মন্তব্য করতে চান বিসিবি সভাপতি। আপাতত তার ভাষ্য, বিসিবির কোড অব কন্ডাক্ট ভেঙে থাকলে নিয়ম অনুযায়ী হাথুরুসিংহের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি। বিপিএল দেখে টিভি বন্ধ করে দেওয়ার মন্তব্যের কারণও জানতে চাইবেন পাপন।
টুর্নামেন্ট চলাকালে বোর্ড সংশ্লিষ্ট দায়িত্বশীল কেউ এমন মন্তব্য করতে পারেন না জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমি এখন পর্যন্ত (হাথুরুর সাক্ষাৎকার) দেখিনি। একটা জিনিস স্পষ্ট, একটা টুর্নামেন্ট চলাকালীন এই ধরনের কোনো মন্তব্য করা কারও পক্ষেই সম্ভব না, পূর্বানুমতি ছাড়া। বিশেষ করে এই ধরনের যারা আছেন, কোচ-নির্বাচক-ক্রিকেটার, তাদের সঙ্গে আমাদের একটা লিখিত চুক্তি আছে যে তারা মিডিয়াতে কিছু বলার আগে আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে।'
অনুমতি নিয়ে হাথুরুসিংহে কথা বলেছেন কিনা বা তাকে কেন অনুমতি দেওয়া হয়েছে; সেটাও জানতে চান পাপন, 'কী বলেছেন, আসলে সেটা যদি আমি না জানি, তাহলে এটা নিয়ে মন্তব্য করা কঠিন। বিসিবিতে গিয়ে আমি এটা নিয়ে বসতে পারব। অনুমতি নেওয়া হয়েছিল কিনা আর যদি নেওয়া হয়েও থাকে, তাহলে কেন দেওয়া হলো একটা টুর্নামেন্ট চলাকালে! এই জিনিসগুলো না জেনে আমি মন্তব্য করতে চাচ্ছি না। কাজেই আমি এখনই যাচ্ছি। গিয়ে বসলে পরে বলতে পারব।'
হাথুরুসিংহের টিভি বন্ধ করে দেওয়ার মন্তব্যের বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'তথ্যটা যদি ঠিকভাবে না জানা যায়, তাহলে ভুল হওয়ার সুযোগ অনেক বেশি থাকে। একেকজনের প্রেক্ষাপট ভিন্ন। একই জিনিস একেকজন একেকভাবে দেখে। ওখানে কাকে দোষী করছে, কেন তার এই কথা মনে হয়েছে যে তার দেখতে ইচ্ছা হয় না বা টেলিভিশন বন্ধ করে দেই, এই ধরনের কথাবার্তা বলার পেছনে কারণ কী, সেটা একটু আমার জানা দরকার। একবার একটু পড়ে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে। বলা বা পড়া কোনোটা একটা যদি না দেখি, তাহলে এভাবে মন্তব্য করা কঠিন।'
বিপিএল বা দেশের ক্রিকেটের বিরুদ্ধে যায়, এমন মন্তব্য আহত হওয়ার মতো জানিয়ে পাপন আরও বলেন, 'আহতই হওয়ার কথা। দেখতে হবে, সে কোড ভেঙেছে কিনা, যে-ই হোক। তাহলে আমাদের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। কোনো জায়গায় সে এমন কিছু বলেছে কিনা, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য যে পর্যায়েরই হোক, নেতিবাচক কোনো বার্তা বহন করে; তাহলে অবশ্যই তাকে জিজ্ঞেস করা হবে এবং তাকে এটা নিয়ে কারণ দর্শাতে বলা হবে।'