সূর্যকুমারকে ছাড়িয়ে রোহিতকে ছুঁলেন ম্যাক্সওয়েল
খুব বেশিদিন হয়নি, গত বছরের নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের কথা। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার হারতে বসা ম্যাচে রূপকথার রাজকুমার হয়ে দেখা গ্লেন ম্যাক্সওয়েল। ৯১ রানে ৭ উইকেট হারানো দলকে পথ দেখিয়ে জয়ের বন্দরে নিয়ে যান তিনি, খেলেন মহাকাব্যিক এক ডাবল সেঞ্চুরি। এরপর আরও কয়েকটি অসাধারণ ইনিংস খেলা অজি ব্যাটসম্যান আজ আবারও একটি দুর্বার ইনিংস খেললেন।
রোববার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রান পাহাড় গড়ে ৩৪ রানে জেতে অস্ট্রেলিয়া, এক ম্যাচ আগেই সিরিজ জিতল তারা। আগে ব্যাটিং করে ৪ উইকেটে ২৪১ রান তোলে অজিরা। স্বাগতিকরা আড়াইশ ছুঁইছুঁই সংগ্রহ পায় ম্যাক্সওয়েলের খুনে ব্যাটিংয়ে। ৫০ বলে সেঞ্চুরি পূর্ণ করা ডানহাতি এই ব্যাটসম্যান ৫৫ বলে ১২টি চার ও ৮টি ছক্কায় ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেও অপরাজিত থাকেন। এটা তার পঞ্চম টি-টোয়েন্টি সেঞ্চুরি।
এই ইনিংসটি দিয়ে নিজের রেকর্ডের পাতা আরও সমৃদ্ধ করে নিয়েছেন ম্যাক্সওয়েল। আগে থেকেই টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সেঞ্চুরির মালিক আজ ছাড়িয়ে গেছেন চারটি সেঞ্চুরির মালিক ভারতের সূর্যকুমার যাদবকে। ছুঁয়ে ফেলেছেন টি-টোয়েন্টির সর্বোচ্চ সেঞ্চুরির মালিক রোহিম শর্মাকে। দুজনই এখন পাঁচটি করে সেঞ্চুরির মালিক।
টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে এককভাবে বেশি দিন থাকা হলো না রোহিতের। গত মাসেই বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরি করেন ভারত অধিনায়ক। তাকে ছুঁতে এক মাসেরও কম সময় নিলেন ম্যাক্সওয়েল। যৌথভাবে দুজনই আছেন তালিকার এক নম্বরে। চারটি সেঞ্চুরি নিয়ে এই তালিকার দুই নম্বরে সূর্যকুমার। জানুয়ারির আগে তিনজনই চারটি করে সেঞ্চুরির মালিক ছিলেন।
সূর্যকুমারকে আরও একটি রেকর্ডে পেছনে ফেলেছেন ম্যাক্সওয়েল, রেকর্ডটি এখন তার দখলে। চার নম্বরে ব্যাটিং করে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড গড়েছেন তিনি। ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ রান করেন সূর্যকুকমার, যা টি-টোয়েন্টিতে চারে ব্যাটিং করা ব্যাসম্যানদের মধ্যে সর্বোচ্চ ছিল। এই তালিকার তিন নম্বরে জায়গাটিও ম্যাক্সওয়েলের দখলে। ২০১৯ সালে ভারতের বিপক্ষে চারে নেমে ১১৩ রান করেন তিনি।