এক ম্যাচে কয়েকটি অর্জন সাকিবের
বাংলাদেশ দলের প্রাণভোমরা তিনি, দেশের জার্সিতে গড়েছেন অনেক কীর্তি। কতো কতো রেকর্ড পায়ে লুটিয়েছে সাকিব আল হাসানের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তিনি নামি ক্রিকেটার। সেই সাকিবই এবার বিপিএলে কঠিন সময় পার করছিলেন। চোখের সমস্যার কারণে ব্যাটিং করতে পারছিলেন না ঠিকঠাক, রংপুর রাইডার্সের হয়ে অনেকটা বোলার হিসেবেই খেলে যাচ্ছিলেন।
প্রথম দুই ম্যাচে ২ রান করে আউট হওয়া বাঁহাতি অভিজ্ঞ এই অলরাউন্ডার পরের দুই ম্যাচে ব্যাটিং-ই করেননি। যদিও এক ম্যাচে ৫ উইকেট ও আরেক ম্যাচে ৮ উইকেট পড়ে রংপুরের। বল দেখতে সমস্যা হওয়ায় নিজে থেকেই ব্যাটিংয়ে যাননি সাকিব। তবে চোখের সমস্যায় আগের মতো করে তাকে ভুগতে হচ্ছে না। নিজের ষষ্ঠ ম্যাচে অলরাউন্ডার সাকিবের দেখা মেলে, ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলার পর ৩ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
আজও দারুণ ছন্দে ছিলেন সাকিব। রান পাহাড় গড়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৩ রানে হারানোর দিনে আলো ছড়িয়েছেন তিনি। ১৬ বলে ২৭ রান করার পর ৪ ওভারে ২৪ রান খরচায় সাকিবের শিকার দুই উইকেট। ব্যাটে-বলে অবদান রাখার দিনে অর্জনের খাতা আরও সমৃদ্ধ করেছেন তিনি। তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রান পূর্ণ হয়েছে সাকিবের। ফরম্যাটটির ইতিহাসে ৪৫তম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডে নাম তুললেন তিনি। সাকিবই সবচেয়ে ধীরগতিতে এই ক্লাবে ঢুকেছেন।
৭ হাজার রান পূর্ণ করে দারুণ এক মাইলফলকে পৌঁছে গেছেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ৭ হাজার রান ও ৪০০'র বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিন ফরম্যাটেই বাংলাদেশের নেতৃত্বে থাকা অভিজ্ঞ এই ক্রিকেটার। রেকর্ডটি এতোদিন এককভাবে দখলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ২ উইকেট নিয়ে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন সাকিব। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১২০০ উইকেট পূর্ণ হয়েছে তার।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের খুব কাছেই ছিলেন সাকিব, মাইলফলকে পৌঁছাতে ৮ রান দরকার ছিল তার। সাকিব আজ করেছেন ২৭ রান, ৪২২ ম্যাচের ৩৮৭টি ইনিংসে ব্যাাটিং করে ২৯টি হাফ সেঞ্চুরিসহ ২১.২৬ গড়ে ৭ হাজার ১৯ রান করেছেন তিনি। এতোদিন এই তালিকায় এককভাবে থাকা তামিম অনেক কম ইনিংসেই ৭ হাজার রান ছাড়িয়ে যান। ২৫৪ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরিসহ ৩১.৯৭ গড়ে ৭ হাজার ৩৮৩ রানের মালিক অভিজ্ঞ এই ওপেনার।
এই ফরম্যাটে সাকিব ৪০০ উইকেটের মালিক হয়েছেন আরও আগেই, অপেক্ষায় আছেন ৫০০ উইকেট পূর্ণ করার। বাঁহাতি এই স্পিনার ৪৭৬টি উইকেটের মালিক। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১২০০ উইকেট পূর্ণ হওয়ার পথে প্রথম শ্রেণিতে ৩৩৩, লিস্ট 'এ' ক্রিকেটে ৩৯১ ও টি-টোয়েন্টিতে ৪৭৬ উইকেট নিয়েছেন সাকিব। ৭ হাজার রান ও ৪০০'র বেশি উইকেট নেওয়া দ্বিতীয় অলরাউন্ডার তিনি। রান-উইকেটের এই ডাবলের জনক ক্যারিবীয় অলরাউন্ডার রাসেল ৪২৫ ইনিংসে ৪২৪ উইকেট ও ৪১০ ইনিংসে ৭ হাজার ৯৯২ রান করেছেন।