ইউরো, কোপা, অলিম্পিক, টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪ সালে আরও যতো খেলা
২০২৩ শেষ হয়ে চলে এসেছে ২০২৪ সাল। অন্য সবকিছুর মতোই খেলার জগতেও ঘটেছে নানা ঘটনা। ২০২৪ সালও প্রস্তুত, খেলাময় এক বছর অপেক্ষা করছে ক্রীড়াপ্রেমীদের জন্য।
২০২৪ সালে রয়েছে ইউরো, কোপা আমেরিকা, অলিম্পিক, টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো আসর। এছাড়াও রয়েছে এশিয়া কাপ, আফ্রিকান নেশন্স কাপও। এছাড়া নিয়মিত সব খেলা তো আছেই।
২০২৪ কে খেলার বছর বললেও ভুল হবে না। খেলাযজ্ঞের শুরু ১২ জানুয়ারি কাতারে এশিয়া কাপ দিয়ে। এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে দেশগুলো। জানুয়ারির ১৩ তারিখেই শুরু হবে আফ্রিকান নেশনস কাপ। জানুয়ারিতে শুরু হয়ে আফ্রিকান নেশনস কাপ শেষ হবে ফ্রেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে।
১৪ জানুয়ারি থেকে শুরু টেনিসের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন। ফেব্রুয়ারির ২ তারিখে দোহায় শুরু হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। ৪ জুন থেকে ৩০ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। জুনের ১৪ তারিখ থেকে ইউরো শুরু জার্মানিতে।
২০ জুন থেকে লাতিন অঞ্চলের সেরা কে হবে, সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে কোপা আমেরিকা। জুলাই-আগস্টে অপেক্ষা করছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ বলে খ্যাত অলিম্পিক, ফ্রান্সের প্যারিসে হবে এবারের আসর। এছাড়াও আইপিএল, টেনিসের আরও তিন গ্র্যান্ড স্লামসহ নিয়মিত সব খেলার আয়োজন থাকছে ২০২৪ এর পুরোটা জুড়েই।