ক্লাসেন-ইয়ানসেন তাণ্ডবে ইংল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিলো দক্ষিণ আফ্রিকা
দিনটা ভুলেই যেতে চাইবেন জস বাটলার। তার নেওয়া সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে ফিরে এসে ক্ষত-বিক্ষত করল ইংল্যান্ডকে।
মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে প্রচন্ড গরমের মাঝে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। হেনরিখ ক্লাসেন ও মার্কো ইয়ানসেনই বেশি পিটিয়েছেন উড-উইলিদের।
টসে হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ৩৯৯ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকার ইনিংস। জিততে হলে বিশ্বকাপে রান তাড়া করার রেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে।
ইনিংসের প্রথম বলেই চার, পরের বলে বাটলারকে ক্যাচ দিয়ে ফেরেন কুইন্টন ডি কক। দ্বিতীয় উইকেট জুটিতে নিজেদের স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১২১ রানের জুটি গড়েন টেম্বা বাভুমার জায়গায় নামা রিজা হেন্ড্রিকস ও রাসি ভ্যান ডার দুসেন। ব্যক্তিগত ৬০ রান করে আউট হন দুসেন। ৬১ বলের ইনিংসে আটটি চার মারেন তিনি।
হেন্ড্রিকস আউট হওয়ার আগে ৭৫ বলে নয় চার ও তিন ছয়ে করেন ৮৫ রান। এই ম্যাচে অধিনায়কত্ব করা মার্করাম ফিরে যান ৪৪ বলে ৪২ রান করে। ডেভিড মিলার খুব একটা সুবিধা করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের মূল তান্ডবলীলা শুরু হয় এরপরই। ক্লাসেন ও ইয়ানসেন মিলে নির্মমভাবে পেটান ইংলিশ বোলারদের। দুজনে গড়েন ৭৫ বলে ১৫১ রানের জুটি।
এর মধ্যে ক্লাসেন তুলে নেন সেঞ্চুরি। মাত্র ৬১ বলে ১২ চার ও চার ছয়ে ১০০ পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১০৯ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। ৪২ বলে ৭৫ রান নিয়ে অপরাজিত থাকেন ইয়ানসেন। তিনি মেরেছেন তিনটি চার ও ছয়টি ছয়।
ইংলিশ বোলারদের মধ্যে টপলি ৮৮ রান দিয়ে তিনটি, অ্যাটকিনসন ও রশিদ দুটি করে উইকেট নেন।