করোনার প্রকোপে ৪৪ হাজার কোটি টাকা লোকসান ইতালিয়ান ফুটবলে
করোনা ভাইরাসের প্রকোপে মারাত্মক আর্থিক লোকসানের মুখে পড়েছে ইতালিয়ান ফুটবল লিগের ক্লাবগুলো। ২০১৯ থেকে ২০২২, এই তিন বছরে ইতালিয়ান ফুটবল লিগের পেশাদার ক্লাবগুলো সম্মিলিতভাবে ৩.৬ বিলিয়ন ইউরো খুইয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার কোটি টাকা।
করোনা মহামারির সময় সারা বিশ্বজুড়েই বন্ধ ছিলো খেলাধুলা। ইউরোপিয়ান ফুটবল লিগ গুলোর মধ্যে সবচেয়ে বেশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ইতালির লিগ ও এর ক্লাবগুলো।
সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমলে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মাঠে ফুটবল ফিরলেও অর্থনৈতিক লোকসান কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হয়নি।
সম্প্রতি ইতালিয়ান ফুটবল ফেডারেশন ২০২৩ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, যা 'রিপোর্টক্যালসিও' নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, করোনার সময়ে ইতালির ঘরোয়া ফুটবলের শীর্ষ তিন স্তরের ক্লাবগুলো বছরে গড়ে ১২০০ মিলিয়ন ইউরো বা প্রায় ১৫ হাজার কোটি টাকা করে হারিয়েছে। করোনা মহামারির আগের মৌসুমে এই ক্ষতি ছিল ৪১২ মিলিয়ন ইউরো বা প্রায় পাঁচ হাজার কোটি টাকা।
শুধু ২০২১-২২ মৌসুমেই ক্ষতি হয়েছে ১৪০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ১৬ হাজার ৯০০ কোটি টাকা। প্রতিবেদনে যেটিকে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় লোকসান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
হিমশিম খেতে থাকা ইতালিয়ান ফুটবল ফেডারেশনের ঋণ সেই মৌসুমে ৫৬০০ মিলিয়ন ইউরো যা প্রায় ৬৮ হাজার কোটি টাকায় গিয়ে ঠেকেছে, এক বছরের ব্যবধানে যা ৪ দশমিক ৪০ শতাংশ বেশি।
বার্ষিক প্রতিবেদন তৈরির দায়িত্বে থাকা কর্মকর্তারা অবশ্য করোনায় হওয়া ইতালিয়ান ফুটবলের আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী। ২০৩২ ইউরো তুরস্কের সঙ্গে যৌথভাবে আয়োজন করতে চায় দেশটির ফেডারেশন। এটিকে কর্মকর্তারা ক্ষতি কাটিয়ে ওঠার দুর্দান্ত সুযোগ হিসেবে দেখছেন।