'রেফারি কেলেংকারি' নিয়ে উয়েফা সভাপতির সঙ্গে বৈঠক লাপোর্তার
বার্সার বিরুদ্ধে অভিযোগ, ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্প্যানিশ ফুটবলে রেফারিং কমিটির সাবেক সহ-সভাপতি হোসে মারিয়া নেগ্রেরিয়াকে ম্যাচের ফল প্রভাবিত করতে ৭৩ লাখ ইউরো অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৪ কোটি ৮০ লাখ টাকা দেওয়া হয়েছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মার্চে উয়েফা নেগ্রেরিয়া-কাণ্ডের তদন্তে নৈতিকতা ও শৃঙ্খলা পরিদর্শক নিয়োগ করে।
বার্সাকে সতর্ক করে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিনের দেওয়া বার্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। কাতালান ক্লাবটির প্রতি হুঁশিয়ারি জানিয়ে সেফেরিন বলেছেন, 'পরিস্থিতি খুবই বিপজ্জনক।' তবে বার্সার মাথার ওপর ঝুলতে থাকা সেই বিপদ বোধ হয় এবার একটু একটু করে কাটতে শুরু করেছে।
বার্সেলোনার সূত্রের বরাত দিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, সেফেরিনের সঙ্গে স্লোভেনিয়ায় দেখা করেছেন কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তা, যেখানে তারা রেফারিকে টাকা দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে কথা বলেছেন। উয়েফা সভাপতির সঙ্গে দেখা করে তার কাছে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন লাপোর্তা।
রেফারিকে টাকা দেওয়ার ঘটনায় কয়েক মাস ধরেই বাজে সময় পার করছে বার্সেলোনা। নেগ্রেরিয়া–কাণ্ড হিসেবে পরিচিতি পাওয়া এ ঘটনায় উয়েফার বড় শাস্তিও চোখ রাঙাচ্ছিল বার্সাকে। উয়েফার তদন্ত শুরুর পর ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো আগামী মৌসুমে বার্সার চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়ে প্রকাশ করেছিল সংশয়ের খবর।
স্প্যানিশ সংবাদমাধ্যমটির সূত্র জানিয়েছে, সেফেরিন–লাপোর্তার এ বৈঠকের পর বার্সার বিশ্বাস, ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ক্যাম্প ন্যুর ক্লাবটিকে কোনো ধরনের নিষেধাজ্ঞা দেবে না। বার্সার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে উয়েফা অন্তত স্পেনের আদালতের কাছ থেকে রায় আসা পর্যন্ত অপেক্ষা করবে।
এ বৈঠকে দুজনের মাঝে ইউরোপীয় সুপার লিগ নিয়ে তৈরি হওয়া বিতর্ক বিষয়েও নাকি কথা হয়েছে। 'বিতর্কিত' এ লিগ নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন বার্সা সভাপতি। স্পোর্ত বলছে, এ বৈঠকের মধ্য দিয়ে লাপোর্তার চেষ্টা ছিল সেফেরিনের সঙ্গে সুসম্পর্ক ফিরিয়ে আনার। সুপার লিগের কারণে দুজনের সম্পর্কে ফাটল ধরেছিল। লাপোর্তার এ উদ্যোগ শেষ পর্যন্ত সফল হবে কি না, তা সময়ই বলে দেবে।