এক গোলে দুই রেকর্ড বেনজেমার
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের সর্বোচ্চ দুই গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। রোনালদো ইউরোপ ছেড়েছেন তাই গোলসংখ্যা আপাতত বাড়িয়ে নেওয়া হচ্ছে না বা চ্যাম্পিয়ন্স লিগ জেতারও সুযোগ নেই। মেসি এখনও খেলছেন ইউরোপেই, তাই তার সামনে সেই সুযোগ থাকছে। যদিও তিনি নিজের শেষ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন প্রায় ৮ বছর আগে!
আর দুই মহারথীর কীর্তির পাশে নিজের নাম লেখানোর কাজটা নিভৃতেই করে যাচ্ছেন করিম বেনজেমা। চেলসি বিপক্ষে রিয়ালের জয়ের পথে প্রথম গোল করে যেমন ফরাসি তারকা আরো মাইলফলক স্পর্শ করলেন।
চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে সর্বোচ্চ ২৭ গোল করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের পর করিম বেনজেমা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে ২০ গোল করার রেকর্ড করলেন। চ্যাম্পিয়ন্স লিগে বেনজেমার সর্বশেষ ১১ গোলই এসেছে ইংলিশ ক্লাবেড় বিপক্ষে!
সেইসাথে চ্যাম্পিয়ন্স লিগে মাত্র চতুর্থ খেলোয়াড় হিসেবে ৯০ গোল করার কীর্তিও গড়েছেন এই ফরাসি তারকা। ব্যালন ডি'অর জেতা বেনজেমার সামনে কেবল রোনালদো, মেসি ও রবার্ট লেভানডোভস্কি।
এর মধ্যে পোলিশ তারকার সঙ্গে তৃতীয় খেলোয়াড় হিসেবে ১০০ গোলে কে আগে পৌঁছাবেন তেমন একটি দৌড়ই চলছে বলা চলে। বেনজেমার সামনে এই মৌসুমে এগিয়ে যাওয়ার সুযোগ আছে এখনও।
বিশ্বকাপে চোটের কারণে ফ্রান্স দলের ক্যাম্প ছাড়তে হয়েছে বেনজেমাকে। এরপর ফিরে আসতে চাইলেও দিদিয়ের দেশম সেই সুযোগ আর দেননি। আর তারই শোধ যেন বেনজেমা এখন তুলছেন প্রতিপক্ষের ওপর। বিশ্বকাপের পর এটি তার ১৮ তম গোল। বেনজেমার সমান গোল করেছেন কেবল এক আর্লিং হলান্ড।
চেলসির বিপক্ষে ম্যাচটি ছিলো চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে বেনজেমার ১৩০ তম ম্যাচ। রিয়ালের হয়ে রাউলের সঙ্গে দ্বিতীয় সর্বোচ্চ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ খেলার যৌথ রেকর্ড এখন বেনজেমার। সামনে কেবলই ইকার ক্যাসিয়াসের ১৫০ ম্যাচ খেলার রেকর্ড।