এমবাপ্পেই ফ্রান্সের নতুন অধিনায়ক
কাতার বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন হুগো লরিস। দীর্ঘদিন ফ্রান্স জাতীয় দলের অধিনায়কত্ব করা লরিসের বিদায়ে নেতৃত্ব দেওয়ার জন্য কাউকে প্রয়োজন ছিলো লে ব্লুজদের।
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম নিজের দলের পরবর্তী নেতা হিসেবে বেছে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পেকে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক লরিসের পর দলকে এগিয়ে নিতে পিএসজির মহাতারকাকেই যোগ্য মনে হয়েছে ফ্রান্স কোচের।
মাত্র ২৪ বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক বনে গেলেন এমবাপ্পে। অবশ্য তার অধিনায়ক হওয়ার পেছনে যে শুধুমাত্র মাঠের পারফরম্যান্সই দেখেছেন দেশম তা কিন্তু নয়। মাঠের বাইরেও এমবাপ্পে নিজেকে যোগ্য নেতা হিসেবে প্রমাণ করেছেন। যার কারণেই অধিনায়কত্ব পেয়েছেন তিনি।
এমবাপ্পেকে অধিনায়ক করার পেছনে দেশমের যুক্তি, 'কিলিয়ান শুধুমাত্র একজন দুর্দান্ত খেলোয়াড়ই নয়, নেতা হওয়ার জন্য যেসব গুণ থাকা দরকার সবই তার মধ্যে আছে।'
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং কাতার বিশ্বকাপ রানার্সআপদের ইউরো ২০২৪ বাছাইপর্বে অধিনায়ক থাকবেন এমবাপ্পেই। তার ডেপুটি হিসেবে দেশম ঘোষণা করেছেন আতোয়ান গ্রিজম্যানের নাম।