সমর্থকদের জন্য সাকিবের ‘স্যরি’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কি শারজাহ ক্রিকেট স্টেডিয়াম; পুরো গ্যালারিজুড়ে লাল-সবুজের গর্জন। ম্যাচ যে মিরপুরে হচ্ছে না, সেটা বোঝারই উপায় ছিল না। এশিয়া কাপের দুই ম্যাচেই শারজাহ ও দুবাই স্টেডিয়ামের গ্যালারি থেকে ঘরের মাঠের মতো সমর্থন পেয়েছে বাংলাদেশ।
কিন্তু যাদের জন্য গলা ফাটানো, তারা উদযাপনের উপলক্ষ্য এনে দিতে পারেননি ভক্তদের। দুই ম্যাচেই হেরে গেছে বাংলাদেশ। এশিয়া কাপ থেকে বেজে গেছে বিদায় ঘণ্টাও। ঘরের মাঠের মতো সমর্থন পেয়েও জয়ের হাসি এনে দিতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও সমর্থনের আশার কথা জানিয়েছেন।
ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব বলেন, 'আমরা যেকোনো জায়গায় (সফরে) যাই, সব জায়গায় এই ধরনের সমর্থন পাই। সমর্থকদের জন্য দুঃখ অনুভব করতেই হয়। আমাদের ভালো-মন্দ সব সময় যেভাবে তারা আমাদের সমর্থন জোগান, আশা করি তারা এভাবেই আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব তাদেরকে কিছু উপহার দিতে।'
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রায় পুরো গ্যালারি ছিল বাংলাদেশের সমর্থকদের দখলে। শাহজাহর গ্যালারিতে থেকে শুধু 'বাংলাদেশ, বাংলাদেশ'; 'সাকিব, সাকিব'- আওয়াজই ভেসে এসেছে। সেই আওয়াজে আফগান ভক্তদের আওয়াজ বলতে গেলে শোনাই যায়নি। যদিও ম্যাচের পরে কেবল আফগান ভক্তরাই আওয়াজ তুলেছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও দুবাই স্টেডিয়ামের গ্যালারি লাল সবুজে সেজেছিল। তবে আগের ম্যাচের মতো সংখ্যা ছিল না। এই ম্যাচে উল্লেখসংখ্যক শ্রীলঙ্কার সমর্থক মাঠে এসেছিলেন দলকে সমর্থন যোগাতে। শেষ পর্যন্ত তাদের মুখে হাসি ফোটে। রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে সুপার ফোরে উঠে যায় তাদের দল।