‘হিন্দুদের সামনে নামাজ পড়া’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার
ক্রিকেট ম্যাচের বিশ্লেষণের সময় ধর্মকে টেনে চরম সমালোচিত হন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস। এই ঘটনায় ক্ষমা চেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। ওই সময়ের উত্তেজনায় ভুল করে এমন মন্তব্য করে ফেলেছেন বলে জানান ওয়াকার।
ওয়াকারের মতে খেলার মাঠে ধর্মকে টেনে তিনি ভুল করেছেন। এ নিয়ে একটি টুইট করেছেন তিনি। পাকিস্তানের সাবেক এই কোচ লিখেছেন, 'মুহূর্তের উত্তেজনায় আমি এমন কিছু একটা বলেছিলাম, যা অনেকের অনুভূতিকে আহত করেছে। আমার উদ্দেশ্য তা ছিল না। এটির জন্য আমি ক্ষমা চাইছি। মোটেও এটি ইচ্ছাকৃত ছিল না, সত্যিকারের ভুল ছিল। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ করে খেলাধুলা।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পানি পানের বিরতির সময় মাঠেই নামাজ পড়েন মোহাম্মদ রিজওয়ান। ম্যাচের পর এআরওয়াই নিউজ চ্যানেলে শোয়েব আখতার ও ওয়াকার ইউনিস বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। রিজওয়ানের ব্যাটিং নিয়ে বলতে গিয়ে ওয়াকার এক পর্যায়ে বলেন, 'সবচেয়ে ভালো ব্যাপার যা রিজওয়ান করেছে, সে মাঠে নামাজ পড়েছে, হিন্দুদের সামনে দাঁড়িয়ে। সেটা ছিল সত্যিই খুব স্পেশাল কিছু।'
ওয়াকারের এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় সমালোচনা। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বিষয়টি নিয়ে কথা বলতে শুরু করেন। তার মতো একজন দায়িত্বশীল মানুষের কাছ থেকে এমন মন্তব্য হতাশাজনক বলে জানান অনেকেই।
ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বিষয়টি নিয়ে সমালোচনা করেন। বিস্ময় প্রকাশ করে তিনি এক টু্ইটে লেখেন, 'খেলাটির দূত হিসেবে ক্রিকেটাররা আরেকটু দায়িত্বশীল আচরণ করবে বলেই ধারণা করি। আমি নিশ্চিত, ওয়াকার ক্ষমা চাইবে। ধর্মের ভিত্তিতে আলাদা করা নয়, ক্রিকেটবিশ্বকে একতাবদ্ধ করতে হবে আমাদের।'