আরব আমিরাতে প্রেসিডেন্টের ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি রাতে দেশে ফিরবেন
সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের ক্ষমা পাওয়া বাংলাদেশিদের মধ্যে ১৪ জন আজ রাতে দেশে ফেরার কথা রয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ বিষয়টি জানানো হয়।
জানা যায়, ১৪ জন বাংলাদেশি অভিবাসীর প্রথম দলটি আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল কোর্টে ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করে দেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানান, শিগগিরই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
এক বৈঠকে ড. ইউনূস বলেন, বিক্ষোভ করায় কারাবন্দি হওয়া বাংলাদেশিদের মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়ে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে বাংলাদেশ জানিয়েছে, তাদের বিক্ষোভ আমিরাত সরকারের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বিক্ষোভ করছিলেন।
দেশটির প্রেসিডেন্টের নির্দেশের সঙ্গে সংগতি রেখে সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ড. হামাদ আল শামসি দণ্ডাদেশ বাস্তবায়ন স্থগিত এবং নির্বাসন প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেছেন।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, অ্যাটর্নি জেনারেল সংযুক্ত আরব আমিরাতের সব বাসিন্দাকে দেশের আইনকে সম্মান করার আহ্বান জানিয়ে জোর দিয়ে বলেছেন, মতামত প্রকাশের অধিকার রাষ্ট্র ও এর আইনি কাঠামো দ্বারা সুরক্ষিত।
উল্লেখ্য গত ২২ জুলাই আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম জানায়, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করা তিন প্রবাসী বাংলাদেশিকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।