সাগরিকায় হতাশায় মোড়ানো বিকেল
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ২১৮ রানের লিড, হাতে এখনও ৭ উইকেট। স্বস্তিতেই থাকার কথা মুমিনুল হকের দলের। কিন্তু বাংলাদেশের ড্রেসিং রুমে ঠিক উল্টো পরিবেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিক হারিয়ে ফেলা বাংলাদেশের দিন শেষ হয়েছে অস্বস্তিতে। ৪৭ রানেই নেই ৩ উইকেট। টিকে আছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়তে হয় বাংলাদেশকে। ইনিংসের দ্বিতীয় ওভারে এক বলের ব্যবধানে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়াল। প্রতিরোধের চেষ্টায় থাকা সাদমান ইসলামকে ফেরান ক্যারিবীয় পেসার শ্যানন গ্যাব্রিয়েল। পরের ৫.৫ ওভার পার করেছেন মুমিনুল-মুশফিক। মুমিনুল ৩১ ও মুশফিক ১০ রানে অপরাজিত আছেন।
সাদমানের বিদায়ে আরও চাপে বাংলাদেশ
এক রানেই দুই উইকেট হারানোর চাপ কাটিয়ে উঠতে ঠান্ডা মাথাতেই ব্যাটিং করে যাচ্ছিলেন সাদমান ইসলাম। ঝড়ের মাঝেও হাল ধরে রাখার কাজটি করে যাচ্ছিলেন বাংলাদেশের বাঁহাতি এই ওপেনার। কিন্তু উইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েলের গতিময় শর্ট বল সাদমানকে দিক ভুলিয়ে দিল।
গ্যাব্রিয়েলের শর্ট বলে উইকেটরক্ষক জশুয়া ডা সিলভাকে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৫ রান। বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২০৭ রান। উইকেটে আছেন অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে বাংলাদেশ
প্রথম ইনিংসেই ১৭১ রানের লিড। স্বস্তি নিয়েই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের স্বস্তি বেশি সময় টেকেনি। উইন্ডিজ স্পিনার রাকিম কর্নওয়াল তার স্পিন ভেল্কিতে এলোমেলো করে দিলেন বাংলাদেশের ইনিংস।
এক বলের ব্যবধানে তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দিয়েছেন কর্নওয়াল। ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তামিমকে বিদায় করেন তিনি। এক বল পরে শান্তকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেন ডানহাতি এই অফ স্পিনার। ৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭ রান। উইকেটে আছেন সাদমান ইসলাম ও অধিনায়ক মুমিনুল হক।
আগের ইনিংসেও ব্যর্থ ছিলেন তামিম ও শান্ত। ৯ রান করে কেমার রোচের বলে বোল্ড হন তামিম। দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি অভিজ্ঞ এই ওপেনার। শান্ত অবশ্য উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। কিন্তু রান আউটে কাটা পড়তে হয় তাকে। বাঁহাতি এই ব্যাটসম্যান করেছিলেন ২৫ রান। দ্বিতীয় ইনিংসে তামিমের মতো শান্তও শূন্য রানে সাজঘরে ফিরেছেন।