টি-টোয়েন্টি খেলার মতো দল নয় বাংলাদেশ!
টি-টোয়েন্টিতে বাংলাদেশ ভালো দল নয়; অস্ট্রেলিয়া সিরিজের আগে এমনটি শুনতেই কথার ঝাঁপি খুলে দিয়েছিলেন জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বাংলাদেশ ভালো দল নয়; এটা কোনোভাবেই মানতে রাজি নন প্রোটিয়া এই কোচ। পরে টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও কোচের সঙ্গে সুর মিলিয়ে কথা বলেছিলেন।
গত তিন সিরিজে তাদের কথার প্রমাণ মেলে, জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ভালো দল বলতে নারাজ খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, টি-টোয়েন্টি খেলার জন্য যেমন দল হওয়া দরকার, বাংলাদেশ তেমন দল নয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টির পর বিসিবি সভাপতি বলেন, 'আমরা যদি আমাদের দলগুলো দেখি, তাহলে একটা জিনিস অস্বীকার করার উপায় নেই যে, কিছুদিন আগেও আমরা একদম তলানিতে ছিলাম টি-টোয়েন্টি র্যাংকিংয়ে। আসলে টি-টোয়েন্টির জন্য যে রকম দল হওয়া দরকার, আমাদের দলটা সেই রকম নয়।'
এ কারণেই অনেক পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে বলে জানান নাজমুল হাসান। তার ভাষায়, 'তেমন দল নয় বলেই আমরা একটু পরীক্ষা-নিরীক্ষা করারও চেষ্টা করেছি। আমরা তরুণ ছেলেদের দিয়ে চেষ্টা করছি। এখন পর্যন্ত এটা কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট ফেজেই আছে। কারণ, এটা হচ্ছে পাওয়ার গেম, এখানে পাওয়ার দিয়ে খেলতে হবে।'
টি-টোয়েন্টিতে আলাদা দল করা হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'ওয়ানডেতে আমরা মোটামুটি একটা অবস্থানে এসেছি। কিন্তু টি-টোয়েন্টি ও টেস্টে আমরা অনেক পেছনে। টি-টোয়েন্টিতে আমরা উন্নতি করার চেষ্টা করছি। প্রায় ৬-৭ নতুন খেলোয়াড়কে আমরা নিয়েছি। এটা সামনে আরও বাড়বে। আমরা আলাদা একটা স্কোয়াড করতে চাচ্ছি। এটা একটা চলমান প্রক্রিয়া। একটা বছর যদি টানা খেলা যায়, আমার বিশ্বাস টি-টোয়েন্টিতেও শক্তিশালী একটা দল হবে আমাদের।'