চলে গেলেন ডিন জোন্স
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্স মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্যে নিয়মিত হয়েছিলেন তিনি। বড় বড় টুর্নামেন্টে মাইক্রোফোন হাতে দেখা মিলতো ৫৯ বছর বয়সে পরপারে পাড়ি জমানো জোন্সের।
চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ধারাভাষ্য দিচ্ছিলেন তিনি। এ জন্য ভারতের মুম্বাইতে অবস্থান করছিলেন তিনি। ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম জোন্সের মৃত্যুর খবর প্রকাশ করেছে।
জোন্সের মৃত্যুর খবরে স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, 'আকস্মিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং কঠিন এই সময়ে তাদের পাশে থাকছি।'
অজি সাবেক এই ব্যাটসম্যানের মুত্যুর খবর জানিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেটার জিমি নিশাম টুইট করেছেন। টুইটে তিনি লিখেছেন, 'ডিন জোন্সের মৃত্যুর খবরে খুবই খারাপ লাগলো। ক্রিকেট মাঠের সঙ্গে দারুণ এই মানুষটির নিবিড় এক সম্পর্ক ছিল। শান্তিতে থাকুন।'
১৯৮৭ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। বিশ্বজয়ী এই দলের অন্যতম সদস্য ছিলেন ডিন জোন্স। কিংবদন্তি এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার জার্সিতে যাত্রা শুরু করেন ১৯৮৪ সালে। খেলেছেন ১৯৯৪ পর্যন্ত।
১০ বছরে অস্ট্রেলিয়ার হয়ে ৫২টি টেস্ট এবং ১৬৪টি টেস্ট খেলেছেন সাবেক এই ব্যাটসম্যান। টেস্ট ১১টি সেঞ্চুরি ও ১৪টি হাফ সেঞ্চুরিসহ ৪৬.৫৫ গড়ে ৩ হাজার ৬৩১ রান করেছেন জোন্স। ওয়ানডেতে ৭টি সেঞ্চুরি ও ৪৬টি হাফ সেঞ্চুরিসহ ৪৪.৬১ গড়ে ৬ হাজার ৬৮ রান আছে তার নামের পাশে।
১৯৮৬ সালে ভারত সফরে যায় অস্ট্রেলিয়া। এই সফরে জোন্সের ব্যাটিংয়ের কারণে দ্বিতীয়বারের মতো টাই দেখে টেস্ট ক্রিকেট। বিখ্যাত সেই চেন্নাই টেস্টে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ বাঁচান তিনি। ২০১৯ সালে অস্ট্রেলীয় ক্রিকেটের 'হল অব ফেমে' জায়গা দেওয়া হয় ডিন জোন্সকে।