করোনায় এশিয়া একাদশ-বিশ্ব একাদশ ম্যাচ স্থগিত
জোর প্রস্তুতিতেই এগিয়ে চলছিল এশিয়া একাদশ-বিশ্ব একাদশের মধ্যকার অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টি ম্যাচের আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যাচের তারিখও নির্ধারণ করা হয়েছিল। আগামী ২১ ও ২২ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচ দুটি। কিন্তু ম্যাচগুলো আপাতত হচ্ছে না।
করোনা ভাইরাস সতর্কতায় ম্যাচ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বিকেলে এই ঘোষণা দেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলে উদ্বোধনী অনুষ্ঠানসহ বড় করে ম্যাচ দুটি আয়োজন করা হবে।
এ বিষয়ে নাজমুল হাসান বলেছেন, 'আমাদের হাতে দুটি অপশন ছিল। ১৮ তারিখ একটা কনসার্ট করার কথা ছিল। আমরা ছোটভাবে করতে পারতাম। কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, বড়ভাবেই এটা করব। যেভাবে প্ল্যান করেছিলাম, সেভাবেই করব। এজন্য এখন ছোটভাবে না করে আমরা এটাকে পিছিয়ে দিচ্ছি। এটা ১৮ তারিখ হচ্ছে না। ২১ ও ২২ তারিখ যে খেলাগুলো হওয়ার কথা, সেটা নিয়েও সমস্যা হচ্ছে।'
ম্যাচ স্থগিতের ঘোষণায় বিসিবি সভাপতি বলেন, 'পরিস্থিতি বুঝে যখন এটার (করোনা পরিস্থিতি) উন্নতি করবে, তখন আবার আমরা আয়োজন করব বড় করে। সবাই এখানে এসে খেলতে পারবে, সেটা নিয়ে কোনো কথা নেই। আবার খেলে যে যেতে পারবে, সেই নিশ্চয়তা নেই। অনেক বাধা আসছে অনেক জায়গা থেকে। এজন্য সিদ্ধান্ত নিয়েছি দুটি প্রোগ্রামই পিছিয়ে যাচ্ছে।'
কনসার্ট ও ম্যাচ দুটি আয়োজনের জন্য আগামী মাসের শেষ সপ্তাহকে লক্ষ্য বানাচ্ছে বিসিবি। পরিস্থিতি তখন অনুকূলে থাকলে এসব আয়োজন নতুন করে করা হবে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, 'সামনে মাসখানেক পরে সময়মতো পরিস্থিতি বুঝে আমরা আয়োজন করব। আপাতত স্থগিত ঘোষণা করা হচ্ছে।'
পুরো বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। করোনা সতর্কতায় বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টিকেট বিক্রি সীমিত করেছে বিসিবি। ফুটবল বিশ্বে এর প্রভাব পড়েছে। কদিন আগে দর্শকহীন গ্যালারিতে ম্যাচ খেলেছে ইন্টার মিলান ও জুভেন্টাস। এর পরদিন সিরি-আ'র সব খেলা বন্ধ ঘোষণা করা হয়।