উৎস কর কর্তনের আওতায় আরো ৪ খাত
বার্ষিক টার্নওভার এক কোটি টাকার বেশি থাকা নতুন চারটি খাতের উৎস কর কর্তনের প্রস্তাব করা হয়েছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে।
খাতগুলো হলো- হোটেল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার এবং পরিবহন সংস্থা।
অর্থাৎ, সোর্স ট্যাক্স বা উৎস কর কর্তনকারী সত্ত্বা হিসেবে ১৬টি খাতের বাইরে নতুন করে আরো চারটি খাত যুক্ত হতে যাচ্ছে।
সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের সাধারণ সেবার মূল্য ২৫ লাখ টাকার কম হলে ১০ শতাংশ এবং বেশি হলে ১২ শতাংশ হারে কর কর্তনের বিধান রয়েছে।
টিআইএন না থাকলে সেবা সরবরাহকারীর নিকট হতে ৫০ শতাংশ বেশি হারে উৎস কর কর্তনের বিধান রয়েছে।
নতুন বাজেটে, টিআইএন এর পরিবর্তে রিটার্ন দাখিলের প্রমাণ দেখাতে ব্যর্থ হলে সেবা সরবরাহকারীর নিকট হতে ৫০ শতাংশ বেশি হারে উৎস কর কর্তন করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সেবা সরবরাহের বিল গ্রহণে ব্যর্থ হলে ৫০ শতাংশ বেশি হারে উৎস কর কর্তনের বিধান করা হচ্ছে।
২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এটি দেশের ৫১তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদে চতুর্থ বাজেট।
২০২১-২২ অর্থবছরে বাজেট বরাদ্দ ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। সে হিসাবে ২০২২-২৩ অর্থবছরের নতুন বাজেটের আকার বাড়ছে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা।