মে মাসে ১৩ শতাংশ কমেছে রেমিট্যান্স প্রবাহ
গেল মে'তে কমেছে দেশে আসা প্রবাসী আয়ের প্রবাহ, যা গত বছরের একই মাসের তুলনায় ১৩ শতাংশ কম।
চলতি অর্থবছরের (২০২১-২২) মে'তে প্রবাসীরা ১৮৮ কোটি ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২১৭ কোটি ডলার।
এর আগে এপ্রিলে ২.০৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স আসে, যা ছিল চলতি অর্থবছরের কোনো একক মাসে আসা সর্বোচ্চ প্রবাসী আয়। যার অর্থ, এক মাসের ব্যবধানে রেমিট্যান্স কমেছে ১২৫ মিলিয়ন ডলার বা ৬.২৩ শতাংশ।
২০২১-২২ অর্থবছরের জন্য সরকারের রেমিট্যান্স অর্জনের লক্ষ্যমাত্রা ২৬ বিলিয়ন ডলার। তবে প্রথম ১১ মাসে অর্জিত হয়েছে মাত্র ১৯.১৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, লক্ষ্যমাত্রার মাত্র ৭৩.৮০ শতাংশ পূরণ হয়েছে।
খাত সংশ্লিষ্টরা জানান, আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে আয় পাঠিয়ে প্রবাসীরা লাভবান হয়েছেন। এখন তারা হুন্ডির মাধ্যমে পাঠানো কমিয়েছেন। আনুষ্ঠানিক চ্যানেলগুলোর সাথে সরকার ডলার বিনিময়ের হার সমন্বয় করলে ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স আরও বাড়বে বলে মতপ্রকাশ করেন তারা।
এদিকে দিনকয়েক আগেই পাঁচ লাখ টাকার উপর পর্যন্ত প্রবাসী আয়ে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা পাওয়ার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক।
আগে ৫ লাখ টাকার বেশি আয় পাঠাতে আয়ের নথিপত্র জমা দিতে হতো। এতে বেশি পরিমাণ অর্থ পাঠাতে পারতেন না বিদেশে থাকা বাংলাদেশিরা। এখন থেকে কোনোপ্রকার নথি জমা দেওয়া ছাড়াই প্রণোদনা পাবেন তারা।