আগস্টে রেমিট্যান্স বেড়েছে ১২.৬ শতাংশ
আগস্ট মাসে প্রবাসীদের থেকে ২.০৩ বিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশ, আগের বছরের একই মাসের তুলনায় যা ১২.৬ শতাংশ বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য।
২০২১ সালের আগস্টে প্রবাসীরা দেশে ১৮১ কোটি ডলারের রেমিট্যান্স পাঠায়।
চলতি বছরের জুলাইয়ে দেশে প্রবাসী আয় আসে প্রায় ২১০ কোটি ডলার, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। ওই মাসে রেমিট্যান্স অর্জনে দেশের বার্ষিক প্রবৃদ্ধি ছিল ১৭.৫৬ শতাংশ।
আগের অর্থবছরের চেয়ে ২০২১-২২ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে ১৫ শতাংশ। আগের অর্থবছরে করোনা মহামারি চলাকালীন সময়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা।
২০২১-২২ অর্থবছরে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে ২১.০৩ বিলিয়ন ডলার সমপরিমাণ প্রবাসী আয় দেশে আসে। আগের অর্থবছরে তা ২৪.৭৭ বিলিয়ন ডলার ছিল বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে জানানো হয়েছে।
২০২২ অর্থবছরের শেষ মাস জুনে, ১.৮৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ। আগের অর্থবছরের একই মাসে এসেছিল ১৯৪ কোটি ডলার। বছরওয়ারি হিসাবে রেমিট্যান্স কমে ৫.৩৩ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, ২০২০-২১ অর্থবছরে মহামারির সময় পরিবার ও স্বজনদের নিয়ে উদ্বেগে ছিলেন প্রবাসীরা। এজন্য তারা বেশি বেশি আয় পাঠান।
তাছাড়া, করোনার কারণে হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে অর্থ পাঠানোর রাস্তা প্রায় বন্ধ হয়ে যায়, তাই ব্যাংকিং চ্যানেলে বাড়ে রেমিট্যান্স প্রবাহ। এরপর অর্থবছরের শেষদিকে করোনার প্রকোপ কমতে থাকলে রেমিট্যান্সেও ধস নামে।