নতুন গ্রাহক সংগ্রহে মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করলো ভারত
অনির্দিষ্টকালের জন্য গ্রাহকদের নতুন ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড প্রদানে আন্তর্জাতিক পেমেন্ট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ডের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
তথ্য সংরক্ষণ আইন ভঙ্গের অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক এই ব্যবস্থা গ্রহণ করে।
কেন্দ্রীয় ব্যাংকের দাবী অনুসারে, কার্ড পরিষেবা দানকারী বিদেশী প্রতিষ্ঠানগুলোকে ভারতে পেমেন্ট ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্যসমূহ জমা দিতে বলা হলেও যুক্তরাষ্ট্রভিত্তিক এই আর্থিক প্রতিষ্ঠান তা পালন করেনি।
প্রতিষ্ঠানটির কাছ থেকে কোনো সাড়া না পেয়ে আগামী ২২ জুলাই থেকে ভারতে নতুন করে গ্রাহকদের ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ড প্রদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের শীর্ষ এই ব্যাংক।
তবে, ইতোমধ্যে যাদের কাছে মাস্টারকার্ড আছে, তারা নিশ্চিন্তে কার্ড ব্যবহার করতে পারবেন।
যথেষ্ট সময় এবং পর্যাপ্ত সুযোগ প্রদান সত্ত্বেও মাস্টারকার্ড তথ্য সংরক্ষণ সংক্রান্ত নির্দেশনা না মানায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে একটি বিজ্ঞপ্তিতে জানায় ভারতের রিজার্ভ ব্যাংক।
২০১৮ সালে মাস্টারকার্ডসহ সকল পেমেন্ট পরিশোধ সেবাদানকারী প্রতিষ্ঠানকে পেমেন্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। নজরদারির মাধ্যমে পেমেন্ট ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানায় নিয়ন্ত্রক সংস্থা।
বার্তা সংস্থা এএফপির সূত্রানুসারে, গত বছর ভারতে কার্ড ব্যবহার করে অর্থ পরিশোধের ৩৩ শতাংশই মাস্টারকার্ডের মাধ্যমে হয় বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান পিপিআরও।
২০১৯ সালে মাস্টারকার্ড ভারতে নিজেদের কার্যক্রম বিস্তারের লক্ষ্যে পাঁচ বছরে প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করে।
এর আগে, চলতি বছরের শুরুতে, একই অভিযোগে আমেরিকান এক্সপ্রেস এবং ডাইনারস ক্লাব কার্ড ব্যবহারে নতুন গ্রাহকদের আওতাভুক্ত করতে নিষেধাজ্ঞা জারি করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক পেমেন্ট পরিষেবা দানকারী প্রতিষ্ঠানগুলো ২০১৮ সালের নির্দেশনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তা পরিবর্তনে জোর দাবি জানালেও সাড়া দেয়নি ভারতের কেন্দ্রীয় ব্যাংক।
সূত্র: বিবিসি