স্বাধীন ট্রেকারদের জন্য স্বর্গ ছিল নেপাল, তাও কেন একাকি ট্রেকিং নিষিদ্ধ করেছে দেশটি?

নেপালের অন্নপূর্ণা, ল্যাংট্যাং, মাকালু-বরুণ ও কাঞ্চনজঙ্ঘাসহ বিভিন্ন জাতীয় উদ্যান ও সংরক্ষণ এলাকা বিদেশি স্বাধীন ট্রেকারদের মধ্যে ভীষণ জনপ্রিয়। কিন্তু এ আদেশের পর এখন থেকে আর নিজেদের মতো করে এসব...