লকডাউন হবে না, তবে জনসমাগম পরিহারের আহ্বান জানালো স্বাস্থ্য অধিদপ্তর
দেশে করোনাভাইরাস সংক্রমণের সাম্প্রতিক ঊর্দ্ধগতিতে বেড়েছে সংক্রমণ ও মৃত্যু হার। তার মধ্যেও লকডাউন চালু করতে নির্দেশ দেয়নি সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম একথা জানিয়েছেন।
"তবে রেস্তোরা, গণপরিবহন এবং পর্যটন স্থলের মতো জায়গায় ভিড় সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে," আজ মঙ্গলবার (১৬ মার্চ) তিনি বলেছেন।
দেশে করোনা পরিস্থিতির সকল সূচক- নতুন সংক্রমিত, মৃত্যু ও সার্বিক সংক্রমণ হার বাড়ছে, গত সোমবার বিগত তিন মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ কেস সংখ্যা রেকর্ড করা হয়। একইদিনে রেকর্ড হয় দুই মাসের মধ্যে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। আর ৮১ দিনের মধ্যে সর্বোচ্চ সংক্রমণ হার ধরা পড়েছে সোমবারেই।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এখনই সঠিক জীবাণু সতর্কতা ব্যবস্থা গ্রহণ না করলে দেশ মারাত্মক বিপর্যয়কর পরিণতির মুখে পড়বে।
ইতোমধ্যেই, রাজধানী ঢাকাসহ বিভাগীয় প্রধান হাসপাতালগুলোকে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ ইউনিট প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে সরকারি নির্দেশনা সত্ত্বেও স্বাস্থ্য নিরাপত্তা বিধি অনুসরণে ঢিলেঢালা আচরণ করছেন অধিকাংশ নাগরিক।
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গত সোমবার জানান, নতুন কেসের সংখ্যা বাড়ায় হাসপাতালগুলোকে তৈরি রাখা হয়েছে। তবে বিপর্যয় এড়াতে জনসচেতনতা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, মাস্ক না পড়া এবং জীবাণু সতর্কতা ব্যবস্থা মেনে না চলার প্রবণতাটি নিঃসন্দেহে উদ্বেগজনক।