সড়ক দুর্ঘটনায় আহত টাইগার উডসের জ্ঞান ফিরেছে 

খেলা

টিবিএস ডেস্ক
24 February, 2021, 05:10 pm
Last modified: 24 February, 2021, 05:18 pm
চিকিৎসার দায়িত্বে থাকা হার্বার ইউসিএলএ হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার অনীশ মহাজন জানিয়েছেন, তার পায়ের পাতার হাড় গুড়ো হয়ে গেছে।  

সার্জারি সম্পন্ন হওয়ার পর জ্ঞান ফিরেছে বিখ্যাত গলফ তারকা টাইগার উডসের। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলসে গাড়ি দুর্ঘটনায় পায়ে গুরুতর আঘাত পান তিনি।  

উদ্ধারকর্মী এবং ডাক্তারদের আপ্রাণ চেষ্টায় মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন ১৫ বারের গলফ মেজর চ্যাম্পিয়ন। 

দুর্ঘটনার ফলে ৪৫ বছর বয়সী এই মার্কিন গলফ কিংবদন্তি তারকার বাম পায়ের নিচের দিকের টিবিয়া ও ফিবুলা হাড় দুটি মারাত্বক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পায়ের টিবিয়াতে এখন একটি রড প্রতিস্থাপনের মাধ্যমে স্থিতিশীল রাখা হয়েছে। 

উডসের পায়ের পাতা এবং গোড়ালিতেও স্ক্রু এবং পিন ব্যবহার করে সোজা রাখতে হয়েছে।  

উডসের টুইটার একাউন্টে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছে যে, হাসপাতালে তার অবস্থার উন্নতি ঘটছে। 

চিকিৎসার দায়িত্বে থাকা হার্বার ইউসিএলএ হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার অনীশ মহাজন জানিয়েছেন, তার পায়ের পাতার হাড় গুড়ো হয়ে গেছে।  

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উডসের গাড়িটি সরিয়ে নিচ্ছেন স্থানীয় উদ্ধারকর্মীরা। ছবি: বিবিসি

লস অ্যাঞ্জেলস এর শেরিফ ডিপার্টমেন্ট সূত্রে জানা যায় স্থানীয় সময় ৭টা ১৮ মিনিটে রোলিং হিলস এস্টেটস এবং র‍্যাঞ্চো প্যালোস ভার্দেস বর্ডারে উডসের দুর্ঘটনাটি হয়। তারা উডস এর বেঁচে যাওয়াকে 'সৌভাগ্যজনক' বলে উল্লেখ করেন। 

গাড়ি থেকে বের করে আনার সময় উডস নিজের পায়ে দাঁড়াতে পারছিলেন না। 

পাহাড়ের নিম্নাংশ ও বাঁকা রাস্তা হওয়ায় লস অ্যাঞ্জেলস এর ওই অঞ্চলটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ। ইউএস কান্ট্রি শেরিফ অ্যালেক্স ভিলানুয়েভার বরাতে জানা যায় যে, উডসের গাড়ি সেদিন স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি গতিতে চলছিল, ফলে তা নিয়ন্ত্রণ হারায়।  

বিখ্যাত এ তারকার সবচেয়ে ভালো বন্ধু অপর বিশ্বসেরা গলফ তারকা জাস্টিন থমাসসহ  সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, বাস্কেটবল তারকা স্টিফেন কারি এবং গায়িকা মারিয়াহ ক্যারি প্রমুখ সামাজিক যোগাযোগ মাধ্যমে উডসের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।  

প্রসঙ্গত, জানুয়ারিতেই নিজের পঞ্চম ব্যাক সার্জারি থেকে সদ্য সেরে উঠছিলেন টাইগার উডস। গত সপ্তাহে জেনেসিস ইনভাইটেশনাল পিজিএ ট্যুর ইভেন্টে হোস্টের দায়িত্ব পালন করতে তিনি  লস অ্যাঞ্জেলসে ছিলেন। সেখানকারই একটি টুর্নামেন্ট গাড়ি চালিয়ে আসার সময় তিনি দুর্ঘটনায় পতিত হন। 

  • সূত্র: বিবিসি 
     

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.