আমরা টেকনোলজিসের ১০০% ব্যান্ডউইথ ব্লক করার নির্দেশ বিটিআরসির
আমরা টেকনোলজিসের ১০০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি। কিস্তি সুবিধা পাওয়ার পরও বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ইন্টারনেট গেটওয়ে কোম্পানিটির ব্যান্ডউইথ ব্লক করার আদেশ দিল বিটিআরসি।
এর আগে জানুয়ারিতে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ২২ কোটি টাকারও বেশি বকেয়া আদায়ের জন্য প্রতিষ্ঠানটির ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয়।
বিটিআরসির একজন শীর্ষ কর্মকর্তা টিবিএসকে বলেন, কোম্পানিটি বারবার বিটিআরসির রাজস্ব পরিশোধে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। বকেয়া পরিশোধ করে কোম্পানিটি তাদের ব্যান্ডউইথ আনব্লক করতে পারবে বলে জানান তিনি।