যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যায় এক শিক্ষার্থীর মায়ের করা নারী নির্যাতন মামলায় ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক মুরাদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
এর আগে শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে অধ্যক্ষের কাছে কার্যালয়ে অভিযোগ করেন কয়েকজন ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক। শনিবার (২৪ ফেব্রুয়ারি) মুরাদের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলনও করেন।
আন্দোলনের মুখে স্কুল কর্তৃপক্ষ মুরাদকে প্রত্যাহার করে এবং তাকে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়।
প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে পরদিন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্কুল ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন।
ওই দিনই জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযুক্ত শিক্ষককে অপসারণের দাবি জানান অভিভাবকরা।
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আরেকটি অংশ আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শিক্ষকের পক্ষে সংবাদ সম্মেলন করার ঘোষণা দেয়।