শ্রীলঙ্কার প্রথম ডাবলে নিসাঙ্কার ইতিহাস
প্রায় ২৪ বছর আগের কথা, ২০০০ সালে শারজাহতে ভারতের বিপক্ষে ১৮৯ রানের দুর্বার এক ইনিংস খেলেন সনাৎ জয়সুরিয়া। সেই ইনিংসটিই লঙ্কানদের ওয়ানডে ইতিহাসে এতোদিন সেরা ছিল। দীর্ঘ সময়ে কেউ পারেননি জয়সুরিয়াকে টপকে যেতে।
অবশেষে পারলেন পাথুম নিসাঙ্কা। কেবল জয়সুরিয়াকে ছাড়ালেন-ই না, শ্রীলঙ্কার প্রথম ব্যাটসমান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ২৫ বছর বয়সী ডানহাতি এই ওপেনার।
শুক্রবার পাল্লেকেলেতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রান পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। রান পাহাড়ে চড়তে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন নিসাঙ্কা। ব্যাটকে তরবারিতে পরিণত করা লঙ্কান ওপেনার দেড়শো'র বেশি স্ট্রাইক রেটে চার-ছক্কার ফুলঝুরি সাজালেন।
১৩৯ বলে ২০টি চার ও ৮টি ছক্কায় খেললেন ২১০ রানের হার না মানা ইনিংস। তার সঙ্গে আভিশকা ফার্নান্দো ও সাদিরা সামারাবিক্রমার লড়াইয়ে ৩ উইকেটে শ্রীলঙ্কা তোলে ৩৮১ রানের বিশাল সংগ্রহ।
দেশের পক্ষে সবাইকে ছাড়িয়ে যাওয়ার দিনে নিসাঙ্কা পেছনে ফেলেছেন বিশ্ব ক্রিকেটের আরও অনেক ব্যাটসম্যানকেই। ওয়ানডে ইতিহাসে যৌথভাবে পঞ্চম সেরা ইনিংসের মালিক এখন তিনি। তার সমান ২১০ রানের ইনিংস খেলেন পাকিস্তানের ফকর জামানও।
নিসাঙ্কার ইনিংসটি ওয়ানডে ইতিহাসের ১২তম ডাবল সেঞ্চুরি, তবে দশম ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় নাম উঠেছে তার। ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসের মালিক ভারতের অধিনায়ক রোহিত শর্মা তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন।
ডাবল সেঞ্চুরির এলিট তালিকায় ভারতের ব্যাটসম্যান সবচেয়ে বেশি। দেশটির পাঁচজন ব্যাটসম্যান দেখা পেয়েছেন তিন অঙ্কের এই জাদুকরী ফিগারের। ওয়ানডে ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০১০ সালে ডাবল সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকার।
এরপর বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা, ইশান কিশান ও শুভমান গিল ওয়োনডেতে ডাবল সেঞ্চুরি করেছেন। ডাবল সেঞ্চুরি করা অন্যান্য ব্যাটসম্যানরা হলেন মার্টিন গাপটিল, ক্রিস গেইল ও গ্লেন ম্যাক্সওয়েল।
অবধারিতভাবেই ২১০ রানের ইনিংসটি নিসাঙ্কার ওয়ানডে ক্যারিয়ারের সেরা ইনিংস। অবশ্য কেবল এই ফরম্যাটেই নয়, আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটের যেকোনো ফরম্যাটেই এটা তার সর্বোচ্চ রানের ইনিংস। ২০২১ সালে লঙ্কান দলে অভিষেক হওয়া নিসাঙ্কা দেশটির হয়ে ৯টি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ৪৫টি টি-টোয়েন্টি খেলেছেন।