বিপিএলের তিন 'নো বল' নিয়ে মুখ খুললেন মালিক
গত কয়েকদিন ধরে খবরের শিরোনাম হচ্ছেন শোয়েব মালিক, কখনো মাঠের বাইরের ঘটনায় আবার কখনো মাঠের ঘটনায়। পাকিস্তানি মডেল সানাকে বিয়ে করে আলোচনায় এসেছেন মালিক, আগের স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছদের খবরও এসেছে সামনে।
এবার মালিক আলোচনায় এসেছেন মাঠের ঘটনা দিয়েই। বিপিএলে ফরচুন বরিশালের হয়ে তিন ম্যাচ খেলেই ফিরে গেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে দুবাই চলে যান তিনি, সেখান থেকে নিজের এজেন্টের মাধ্যমে জানিয়ে দেন, এবারের আসরে আর ফিরবেন না।
খুলনা টাইগার্সের বিপক্ষে এক ওভারে তিনটি 'নো বল' করেছিলেন মালিক, এটি নিয়েই সন্দেহের তীর যায় এই পাকিস্তান অলরাউন্ডারের দিকে। স্পট ফিক্সিং করেছেন তিনি, এমন অভিযোগও উঠেছে। এসব নিয়েই মুখ খুলেছেন শোয়েব মালিক। নিজের এক্স হ্যান্ডেলে সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি।
'আমি পরিষ্কার করে বলতে চাই, আমি দৃঢ়ভাবেই এসব ভিত্তিহীন গুজব প্রত্যাখ্যান করছি। যে কোনো তথ্য বিশ্বাস করার আগে এবং সেটি ছড়িয়ে দেওয়ার আগে প্রত্যেকের উচিত তা যাচাই-বাছাই করা। মিথ্যাচার মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে এবং অপ্রয়োজনীয় দ্বিধাদ্বন্দ্ব তৈরি করতে পারে। সম্প্রতি যেসব গুজব ছড়ানো হয়েছে, বিশেষ করে সেগুলোর কারণেই আমি এটার ওপর জোর দিচ্ছি।'
দুবাই যাওয়াটা আগে থেকেই ঠিক করা ছিল বলে জানিয়েছেন মালিক। এছাড়াও বিপিএলে দলের তাকে প্রয়োজন হলে সাহায্য করতেও রাজি তিনি, 'সামনের ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশালকে আমার শুভকামনা। যদি তাদের প্রয়োজন হয়, আমি তাদের সহায়তা করার জন্য প্রস্তুত আছি। খেলায় আমি সব সময়ই আনন্দ খুঁজে পাই এবং সামনেও তাই খুঁজে যাব।'