রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানালেন ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখার্জি
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি বাংলাদেশের জনপ্রিয় গায়িকা রুনা লায়লার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুম্বাইয়ে সব্যসাচী ব্র্যান্ডের আউটলেটে 'টু উইমেন' নামের একটি ফলকে নিজের মায়ের নামের পাশাপাশি রুনা লায়লার কথা তুলে ধরেছেন তিনি।
রুনা লায়লার প্রশংসা করে সব্যসাচী বলেন, "সীমান্তের ওপারে, বাংলাদেশে, আমি একজন নারীকে বেশ সম্মান করি। কালো ও সোনালি রঙের শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ এবং কানে চান্দবালি গয়না ও ছোট চুলের স্টাইলে হাজির হয়েছিলেন এই নারী। কিংবদন্তি এ গায়িকার নাম রুনা লায়লা।"
সব্যসাচী আরও যোগ করেন, "আমি এই গায়িকার প্রতি মুগ্ধ ছিলাম। সেসময় আমার বাবা আমাকে দূরদর্শন দেখার জন্য ঠিক ১০ মিনিট সময় দিতেন। ঐ দশ মিনিট সময়ই আমার জন্য বরাদ্দ ছিল শুধু রুনা লায়লাকে 'দমাদম মাস্ত কালান্দার' গাইতে দেখার জন্য।"
এদিকে সব্যসাচী মুখার্জির প্রতি ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রুনা লায়লা। পোস্টে তিনি সব্যসাচীর মুম্বাই আউটলেটে রাখা সেই ফলকের ছবি যুক্ত করে লিখেছেন, "আমি খুবই সম্মানিত বোধ করছি। ধন্যবাদ, সব্য।"
একই পোস্টে নিজের মায়ের পুরনো একটি ফিরোজা নীল রঙ এর বেনারসি শাড়ির কথাও লিখেছেন। তিনি লিখেছেন, "আমার মায়ের একটা ফিরোজা নীল রঙ এর শাড়ি ছিল যেটা বেশ চোখে লাগার মতো ফিরোজা, সাথে সোনালি মোটিফ আর বেবি পিংক ফল। আমার দাদি এই শাড়িটা পছন্দ করতো না, তিনি বলতেন এটা চটকদার। আমার কাছে মনে হতো এটা বেশ জ্বলজ্বলে। কিন্তু আমার মা এই শাড়িটা চমৎকারভাবে স্টাইল করতেন। শর্ট বব চুলে, একটা বেশ বড় টিপ, কানে স্বর্ণের চান্দবালি কানের দুল এবং ফিরোজা স্লিভলেস ব্লাউজ দিয়ে পরতেন তিনি- যা তখনকার দিনে যেন 'মানহানিকর' পোশাক বলেই বিবেচিত ছিল।"