‘আল্লাহ আরও একটা জীবন দিলেন’, গুলিবিদ্ধ ইমরানের অবস্থা স্থিতিশীল
বৃহস্পতিবার (৩ নভেম্বর) পাকিস্তানের ওয়াজিরাবাদে এক জনসভায় সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পায়ে গুলিবিদ্ধ হন ইমরান। চিকিৎসার জন্য তাকে গতকালই লাহোরের হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
লাহোরের শওকত খানম হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল সুলতান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ইমরান খান শংকামুক্ত এবং তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
এএফপির খবরে বলা হয়েছে, ইমরান খানের ডান পায়ে অন্তত একটি গুলি লেগেছে।
পাকিস্তানের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য ডনের সংবাদ থেকে জানা যায়, ওয়াজিরাবাদে পিটিআই এর হাকিক-ই-আজাদি লংমার্চ কর্মসূচির সপ্তম দিনে এই হামলার ঘটনা ঘটে।
হামলার সময় ইমরানের একেবারে পেছনেই দাঁড়ানো পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরীর ভাষ্যমতে, "সামনের সারিতে যারা দাঁড়িয়েছিলেন তারা সবাই এ হামলায় আহত হয়েছেন।"
সাবেক প্রধানমন্ত্রীর লংমার্চ কর্মসূচির পরবর্তী পদক্ষেপ কী হবে, সে সম্পর্কে শীঘ্রই পিটিআই নেতাকর্মীরা একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন, উল্লেখ করেন ফাওয়াদ চৌধুরী।
এদিকে পাকিস্তানে ইমরানের ওপর হামলার ঘটনার পর থেকেই দেশজুড়ে প্রতিবাদে নেমেছে তার দল। খবর হিন্দুস্তান টাইমসের।
হামলার পর আহত ইমরান বলেন, 'আল্লাহ আমাকে আরও একটি জীবন দিয়েছেন।' এই বার্তা তিনি হাসপাতালে যাওয়ার আগেই দেন বলে খবর। ইমরান আরও বলেন, 'ইনশাল্লাহ, আমি ফের লড়াই করে ফিরব।'
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির দাবি খুব বুঝেশুনে ইমরান খানকে গুলি করার ষড়যন্ত্র করা হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যেই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এক টুইটে লেখেন, 'পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ওপর এই হামলার কড়া ভাষায় নিন্দা করি। আমি স্বরাষ্ট্র মন্ত্রীকে অতিসত্বর এই ঘটনার রিপোর্ট দেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। পিটিআই প্রধান ও বাকি আহতদের সুস্বাস্থ্যের কামনা করি।'
ঘটনার প্রতিবাদ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আরিফ আলভিও।