প্রায় তিন দশকে সুদের হার সর্বোচ্চ মার্কিন যুক্তরাষ্ট্রে
মুদ্রাস্ফীতি ঠেকাতে বিগত ২৮ বছরে সুদের হার সর্বাধিক বাড়ালো মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ।
বুধবার (১৫ জুন) যুক্তরাষ্ট্রের সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর কথা জানানো হয়েছে। মুদ্রাস্ফীতি যে হারে বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে সুদহার বৃদ্ধির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
ফেডের নীতি নির্ধারণকারী ফেডারেল ওপেন মার্কেট কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মুদ্রাস্ফীতি ২ শতাংশে ফিরিয়ে আনতে তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
করোনা মহামারি, তার ওপর রাশিয়া-ইউক্রেন সংঘাত- এ সবকিছুর প্রভাবে অনেকটাই ধীর গতিতে পড়েছে বিশ্ব অর্থনীতি। আর এই প্রভাবে যুক্তরাষ্ট্রে বাড়ছে মুদ্রাস্ফীতির হার। সম্ভাব্য সংকট মোকাবেলায় তাই আগে থেকেই পদক্ষেপ নিয়েছে দেশটি কেন্দ্রীয় ব্যাংক।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের শেষে ফেডারেল তহবিলের হার দাঁড়াতে পারে ৩.৪ শতাংশে। ত্রৈমাসিক পূর্বাভাসে এমনটিই জানিয়েছেন কমিটির সদস্যরা। এ বছরের শেষদিকে ফেডের মুদ্রাস্ফীতি সূচক ৫.২ শতাংশ বাড়তে পারে। এদিকে, জিডিপি বৃদ্ধির হার ১.৭ শতাংশে নেমে আসতে পারে। আগের পূর্বাভাস অনুযায়ী যা ছিল ২.৮ শতাংশ।
উল্লেখ্য, এর আগে ১৯৯৪ সালের নভেম্বরে প্রথমবারের মতো সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছিল যুক্তরাষ্ট্রে।
- সূত্র: রয়টার্স