হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৮ ইসরায়েলি সেনা নিহত, আহত ৭
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান চালাতে গিয়ে আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও সাত ইসরায়েলি সৈন্য।
আজ বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, নিহত সেনাদের মধ্যে তিনজন ইগোজ ইউনিটের।
এর আগে লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি বাহিনী স্থল অভিযান শুরু করলে হিজবুল্লাহর সদস্যরাও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নিয়মিত পদাতিক ও সাঁজোয়া ইউনিটগুলো দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযানে যোগ দিচ্ছে।
এর আগের দিন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যে তারাও ছেড়ে কথা বলবে না।