ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কীভাবে কাজ করে
ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি। বর্তমানে ইরান থেকে যে ধরনের হামলা হচ্ছে সেগুলো প্রতিরোধে উপযোগী করেই মূলত ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। তারপরও একের পর এক হামলায় এমন প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও ইসরায়েল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বলে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরার প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক অ্যালেক্স গ্যাটাপোলাস।
তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, "ইসরায়েলের তিন স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। তারা এর পিছনে বিপুল অর্থ ব্যয় করেছে। এরমধ্যে আয়রন ডোম স্বল্পপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, আর বারাক-৮ এয়ার ডিফেন্স মধ্যপাল্লায় কাজ করে।। এছাড়া এ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যারাক ৮ স্তরটি মিডিয়াম রেঞ্জের ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। সর্বশেষ এবং দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হলো অ্যারো-৩, যেটির ইন্টারসেপ্টর বা প্রতিরোধকারী মিসাইল শত্রুর বিমান বা ক্ষেপণাস্ত্রকে বহুদূরে থাকতেই ধ্বংস করতে সক্ষম
গ্যাটাপোলাস বলেন, "সম্প্রতি ইরান থেকে যে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে সেগুলো মোবাইল লঞ্চারের মাধ্যমে ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যার কারণে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। কারণ ইরানের ভৌগোলিক অবস্থানের কারণে এগুলো শনাক্ত করে প্রতিরোধ করা কঠিন হয়ে যায়।"
আর এসব ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা গেলেও এর ধ্বংসাবশেষগুলো প্রায় সমানভাবে প্রাণঘাতী হতে পারে। কারণ এগুলোর ওয়ারহেডের ওজনই প্রায় এক টনের মতো হয়ে থাকে বলে জানান গ্যাটাপোলাস।