ভারতের বিহারে হিন্দু সম্প্রদায়ের উৎসবে পানিতে ডুবে ৩৭ শিশুর মৃত্যু
পূর্ব ভারতের বিহার রাজ্যে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় উৎসব পালনের সময় পানিতে ডুবে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৩৭ শিশু ও ৭ জন নারী ছিলেন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৫টি জেলার বিভিন্ন স্থানে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
একজন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, সাম্প্রতিক বন্যার কারণে নদী ও পুকুরগুলোতে পানি বেড়ে যাওয়ার পর সেখানে 'স্নান' করতে গিয়ে এই দুর্ঘটনাগুলো ঘটে।
তিনদিনব্যাপী 'জীবিতপুত্রিকা' উৎসব প্রতি বছর শিশুদের মঙ্গল কামনায় উদযাপিত হয় এবং এতে মায়েরা সন্তানদের জন্য উপবাসও করে থাকেন।
বিহারের কর্মকর্তারা বলেন, নদীগুলোর বিপদজনক পানি স্তর উপেক্ষা করেই অনেক মানুষ উৎসব উদযাপনের জন্য সেখানে স্নান করেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
ভারতের বড় বড় ধর্মীয় উৎসবের সময় অতীতে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কারণ অধিকাংশ ক্ষেত্রে বিশাল জনসমাগমের জন্য নিরাপত্তার বিষয়গুলো তেমনভাবে মানা হয় না।
চলতি বছরের জুলাই মাসে উত্তর প্রদেশে একটি ধর্মীয় সমাবেশে অন্তত ১২১ জন মারা যান।
২০১৮ সালে দশেরা উৎসবের সময় ট্রেনের ধাক্কায় ভারতে ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।