লেবাননে দ্বিতীয় দফায় ওয়্যারলেস ডিভাইস বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০
লেবাননে ওয়্যারলেস ডিভাইস (যোগাযোগ যন্ত্রপাতি) থেকে দ্বিতীয় দফার বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও ৪৫০ জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
হিজবুল্লাহর প্রভাব থাকা রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহর, বেকা ভ্যালি এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে এ বিস্ফোরণগুলো ঘটে। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি থেকে এই বিস্ফোরণগুলো ঘটেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পেজার বিস্ফোরণে লেবাননে ১২ জন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছিল বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। বুধবার (১৮ সেপ্টেম্বর) তাদেরই অন্ত্যেষ্টিক্রিয়ার সময় নতুন করে এ বিস্ফোরণের ঘটনা ঘটল।
হিজবুল্লাহ এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করলেও ইসরায়েল এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
তবে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট "যুদ্ধের নতুন পর্যায়" শুরুর ঘোষণা দেওয়ার মধ্যেই দ্বিতীয় দফায় বিস্ফোরণের ঘটনা ঘটলো।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস "গুরুতর সংঘাতের ঝুঁকি" সম্পর্কে সতর্ক করে সকল পক্ষকে "সর্বাধিক সংযম প্রদর্শন" করার আহ্বান জানিয়েছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "সব ডিভাইস বিস্ফোরিত করার লক্ষ্য, সম্ভবত একটি বড় সামরিক অভিযান শুরুর আগেই প্রতিরোধমূলক হামলা চালানো।"
সম্ভবত ইসরায়েল হিজবুল্লাহর পুরো যোগাযোগ নেটওয়ার্কে অনুপ্রবেশ করেছে– বুধবারের বিস্ফোরণ এমন ইঙ্গিতই দিচ্ছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবারের বিস্ফোরণগুলোতে ১২ জন নিহত হয়েছে, যার মধ্যে আট বছর বয়সী মেয়ে ও ১১ বছরের একটি ছেলে ছিল। আহত হয়েছে ২,৮০০ জন।
বুধবার দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় নিহতদের চারজনের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকাকালীন, বিকেল ৫টার দিকে (স্থানীয় সময়) বিস্ফোরণের শব্দ শোনা যায়। উপস্থিত শোকগ্রস্ত মানুষের মধ্যে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর অন্যান্য স্থানেও বিস্ফোরণের খবর আসতে শুরু করে।
সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, একটি ছোট বিস্ফোরণের পর একটি হিজবুল্লাহ মিছিলে এক ব্যক্তিকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। ওই মিছিলে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিল।
লেবাননের রেড ক্রস জানিয়েছে, রাজধানীর দক্ষিণাঞ্চলীয় উপশহর, দক্ষিণ লেবানন এবং বেকা ভ্যালিতে বিস্ফোরণের পর ৩০টিরও বেশি অ্যাম্বুলেন্স সাড়া দিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই মারাত্মক বিস্ফোরণগুলো "ওয়াকিটকি" লক্ষ্য করে ঘটানো হয়েছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে জানিয়েছে, তাদের সদস্যদের ব্যবহৃত ওয়াকিটকি বিস্ফোরিত হয়েছে।
লেবাননের রাষ্ট্র-পরিচালিত সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, বেকা ভ্যালির উত্তরাঞ্চলীয় শহর চাতেতে একটি মোবাইল ডিভাইস বিক্রয়কেন্দ্রে একটি ওয়াকিটকি বিস্ফোরিত হয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ডিভাইসটিকে আইকম-ভি৮২ মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা একটি পুরানো ও এখন আর উৎপাদন না হওয়া জাপানি ইলেকট্রনিক্স প্রস্তুতকারক আইকমের তৈরি ভিএইচএফ রেডিও। এনএনএ আরও জানিয়েছে, বালবেক শহরের উপকণ্ঠে আরেকটি আইকম-ভি৮২ বিস্ফোরিত হয়েছে।
এর আগে, মঙ্গলবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর ৫,০০০ পেজারে বিস্ফোরক রেখেছিল বলে দাবি উঠেছিল। বিস্ফোরণের আগে কয়েক মাস আগে এই বিস্ফোরকগুলো বসানো হয় বলে সূত্র জানিয়েছিল।
এ ঘটনায় হতাহতদের মধ্যে অনেকেই হিজবুল্লাহ ও ইরানের বৈরুতের প্রতিনিধি ছিল।
লেবাননের নিরাপত্তা সূত্র জানিয়েছে, পেজারগুলো তাইওয়ানের গোল্ড অ্যাপোলো কোম্পানি থেকে এসেছে। তবে কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা পেজারগুলো তৈরি করেনি। তাদের দাবি এগুলো বিএসি নামে একটি কোম্পানি তৈরি করেছে। তাদের ব্র্যান্ড ব্যবহারের লাইসেন্স রয়েছে।