৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করবেন কেজরিওয়াল, বিজেপি নেতার প্রশ্ন: আজ নয় কেন?
আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন, আগামী দুদিনের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। জামিনে কারাগার থেকে মুক্তি লাভের কিছুদিনের মধ্যে তিনি এ ঘোষণা দিলেন।
অপরদিকে কেজরিওয়ালের ঘোষণার প্রতিক্রিয়ায় বিজেপি নেতা হারিশ খুরানা বলেন, কেজরিওয়াল এমন নাটক করছেন কেন। ৪৮ ঘণ্টা কেন? তিনি আজ কেন পদত্যাগ করছেন না বলে প্রশ্ন তোলেন হারিশ।
আজ রবিবার দিল্লিতে আপ সদস্যদের সঙ্গে এক সভায় কেজরিওয়াল বলেন, "দিল্লি বিধানসভা নির্বাচনে জনগণ যদি আমার সততাকে ভোট দেয় তাহলে আমি আবার মুখ্যমন্ত্রীর পদ গ্রহণ করবো। আমরা আমাদের নির্দোষ প্রমাণ করার জন্য জনগণের আদালতে যাবো।"
এসময় তিনি দাবি করেন নির্বাচনের সময়সীমা ২০২৫ সালের ফেব্রুয়ারির পরিবর্তে এ বছর নভেম্বরে করা হোক।
ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের প্রতিবেদনে কেজরিওয়াল বলেন, "কিছু লোক বলেছে সুপ্রিম কোর্টের আরোপিত বিধিনিষেধের কারণে আমরা কাজ করতে পারবো না। তারা আমাদের ওপর বিধিনিষেধ আরোপে কোনো ত্রুটি রাখেনি। যদি আপনারা মনে করেন আমি সৎ, তাহলে আমাদের ভোট দিন। আমি নির্বাচিত হওয়ার পরই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব। আমি দাবি করছি, মহারাষ্ট্রের নির্বাচনের সময়ের সঙ্গে মিল রেখে নির্বাচনের সময় নভেম্বর করা হোক।"
আপ সদস্যদের উদ্দেশ্যে কেজরিওয়াল বলেন, "বিজেপি আমাদের দল ভাঙতে ও কেন্দ্রীয় রাজধানীতের তাদের সরকার গঠনের চেষ্টা করছে। তারা আমাদের মনোবল ধ্বংস করতে চেয়েছি। তারা ভেবেছিল কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে দিল্লিতে সরকার গঠন করবে। কিন্তু তারা আমাদের পার্টি ভাঙতে পারেনি। তারা পার্টি কর্মীদেরও ভাঙতে পারেনি।"
কেজরিওয়াল গত ১১ মার্চ দিল্লির আবগারি নীতি মামলায় দেশের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট বা আর্থিক শৃঙ্খলা প্রয়োগ দপ্তর হাতে গ্রেপ্তার হন। তিনি গত সপ্তাহে জামিনে মুক্তি পান। জামিনে সুপ্রিম কোর্ট তাকে মুখ্যমন্ত্রীর অফিসে প্রবেশ ও কোনো সরকারি ফাইল স্বাক্ষরে নিষেধাজ্ঞা দিয়েছে।