কিয়েভকে রাশিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলার যুক্তরাষ্ট্রের অনুমতির বিরুদ্ধে ক্রেমলিনের হুঁশিয়ারি
ক্রেমলিন বুধবার (১১ সেপ্টেম্বর) পশ্চিমাদের সতর্ক করে জানিয়েছে, ইউক্রেনকে দীর্ঘ পাল্লার পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত হানার অনুমোদন দিলে এটি চলমান রুশ-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরাসরি সম্পৃক্ততা আরও বাড়াবে এবং মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া সৃষ্টি করবে।
ইউক্রেনের কর্মকর্তারা কিয়েভ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে অনুরোধ করেছেন, যেন যুক্তরাষ্ট্রের আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ও ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্রুজ ক্ষেপণাস্ত্র রাশিয়ায় হামলার জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। এই অনুরোধের পরেই ক্রেমলিন থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।
ওয়াশিংটন পূর্বে ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহ করতে অনিচ্ছুক ছিল কারণ এতে দেড় থেকে দুই বছরের পুরোনো সংঘাত আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা ছিল। তবে, বর্তমানে কিছু পরিবর্তনের লক্ষণ দেখা যাচ্ছে।
এটিএসিএমসিএস ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা তুলে নেওয়া হবে কিনা– মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন প্রশ্নের জবাবে বলেন, তার প্রশাসন "এটি নিয়ে কাজ করছে"
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে কিয়েভকে রাশিয়ায় এ ধরনের ক্ষেপণাস্ত্র হামলা করার অনুমোদন দেওয়া হয়েছে বলে মস্কো সন্দেহ করে এবং যদি তা ঘটে তাহলে মস্কোর পক্ষ থেকে প্রতিক্রিয়া আসবে।
পেসকভ বলেন, "আমরা এর উপযুক্ত প্রতিক্রিয়া জানাবো।"
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর ইউক্রেন সংঘাতে সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং প্রতিটি নতুন পদক্ষেপ এই সম্পৃক্ততা বাড়িয়ে তোলে।"
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং স্টেট ডুমার চেয়ারম্যান ভ্যালাচেস্লাভ ভোলদিন বলেন, যদি কিয়েভ পশ্চিমা দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানো শুরু করে তাহলে মস্কোকে ইউক্রেনের বিরুদ্ধে "আরও শক্তিশালী এবং বিধ্বংসী অস্ত্র" ব্যবহার করতে হবে।
ভোলদিন টেলিগ্রামে বলেছেন, "ওয়াশিংটন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলো ইউক্রেনের যুদ্ধে অংশীদার হয়ে উঠছে।"
'বিপদ এবং ঝুঁকি'
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই র্যাবকোভ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থাগুলোকে জানান, মস্কো দীর্ঘ পাল্লার এটিএসিএমসিএস ক্ষেপণাস্ত্রের নতুন সরবরাহ নিয়ে উদ্বিগ্ন এবং যুক্তরাষ্ট্রে ইউক্রেনে নতুন করে এসব ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে সেগুলো ধ্বংস করার পরিকল্পনা করছে।
র্যাবকোভকে উধ্বৃত করে সংবাদ সংস্থা তাস জানিয়েছে, "অতীতে কিয়েভকে পাঠানো যুক্তরাষ্ট্রের অস্ত্রের মতো এগুলোকেও ধ্বংস করা হবে। তবে এতে বিপদ এবং ঝুঁকি বাড়ছে।"
দীর্ঘ পাল্লার মার্কিন এটিএসিএমসিএস ক্ষেপণাস্ত্রের পরিসর ৩০৫ কিমি পর্যন্ত এবং ব্রিটিশ স্টোর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্রের পরিসর প্রায় ২৪৯ কিমি পর্যন্ত।
ইউক্রেন ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে আন্তর্জাতিকভাবে ইউক্রেন হিসেবে স্বীকৃত অঞ্চলের রুশ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। তবে এখন এই ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পরিকল্পনা করছে ইউক্রেন।