বাংলাদেশকে কৃষি, শিল্পসহ নানান খাতে সহায়তা জোরদারের আশ্বাস ডাচ রাষ্ট্রদূতের
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন ঢাকায় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডিউরেন।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাতে এই সমর্থন জানান তিনি।
ডাচ রাষ্ট্রদূত বলেন, কৃষি, নৌপথ, শিল্প, জ্ঞানভিত্তিক অর্থনীতি, শ্রম, পরিবেশ ও বন্যা ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতে বাংলাদেশের সাথে সহযোগিতার সম্পর্ক দৃঢ় করতে চায় নেদারল্যান্ডস।
প্রধান উপদেষ্টা তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, নেদারল্যান্ডসের নেতা ও ব্যবসায়ীদের সাথে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে।
শেখ হাসিনার স্বৈরাচারী শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে উল্লেখ করে তিনি অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহযোগিতা চেয়েছেন।
ড. ইউনূস বলেন, 'এখন আমাদের নতুন করে প্রতিষ্ঠানগুলোকে গড়তে হচ্ছে। এই সরকার শিক্ষা, শ্রম, আর্থিক খাত, নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন ও ব্যবসাবাণিজ্যের সুষ্ঠু পরিবেশ আনতে দরকারি সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তারা রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, ক্যাম্পগুলোয় যেসব রোহিঙ্গারা বেড়ে উঠছে তাদের শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে, যাতে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত না হয়।
ইরমা ভ্যান ডিউরেন বলেন, সম্ভাব্য বিভিন্ন ব্যবসা, কৃষি, পানিসম্পদ ও নবায়নযোগ্য জ্বালানিতে তারা ডাচ বিনিয়োগ আনবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কাজী রাসেল পারভেজ এবং নেদারল্যান্ডসের উপ-রাষ্ট্রদূত থিস উদেস্ত্রা।